Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরGrame Cholo: 'গ্রামে চলো' কর্মসূচিতে বিজেপি নেতা-কর্মীদের ঝাঁটা পেটা করার নিদান তৃণমূল...

Grame Cholo: ‘গ্রামে চলো’ কর্মসূচিতে বিজেপি নেতা-কর্মীদের ঝাঁটা পেটা করার নিদান তৃণমূল নেত্রীর

Follow Us :

এবার বিজেপিকে ঝাঁটাপেটা করার নিদান তৃণমূলের। বুধবার তৃণমূল মহিলা কংগ্রেসের গ্রামে চলো কর্মসূচির সূচনা হয় দাঁতন এক নম্বর ব্লকে। এদিন এই কর্মসূচির নেতৃত্ব দেন দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। সেখানেই শালিকোঠার পঞ্চায়েত প্রধান তথা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাঞ্জিদা বিবি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, বিজেপি কোনও কাজ করেনি। গত আট বছরে এখানে কিছুই হয়নি। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ভোট চাইতে এলে ঝাঁটা পিটিয়ে বিদায় করে দেবেন। ভোট চাইলে ওঁদের কাছে জানতে চাইবেন কেন ১০০ দিনের কাজের টাকা বন্ধ করা হয়েছে?  

এপ্রসঙ্গে তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান বলেন, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের প্রকল্পের পাওনা টাকা আটকে রেখেছে। কার্যত গায়ের জোরে টাকা দিচ্ছে না। আমাদের আন্দোলনের জেরে এবার টাকা আসতে পারে। 

আরও পড়ুন: Dengue Fever: ডেঙ্গি রোধে সচেতনতা বাড়াতে শহরের নানা অংশে আয়োজন পদযাত্রার

এদিন তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান আরও বলেছেন, বিজেপির নেতা-কর্মীরা ভোটের প্রচারে আসবেন কেন্দ্রীয় সরকার কেন টাকা আটকে রেখেছে তা জিজ্ঞাসা করার জন্য গ্রা্মবাসীদের প্রশিক্ষণ দিচ্ছে তৃণমূল। তবে বিজেপি নেতাদের মতো কুৎসিত ভাষায় আক্রমণ করে নয়, শালীনতা বজায় রেখেই মানুষ জানতে চাইবেন, যে দল মানুষের খাদ্যের সংস্থান করতে পারে না তারা কেন ভোট চাইতে এসেছে, গ্রামবাসীদের এই প্রশ্ন করতে বলা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular