Placeholder canvas

Placeholder canvas
Homeদেশবিরোধীরাও আমার শিক্ষক, তাঁরাই শেখান, আমার পথ সঠিক: রাহুল

বিরোধীরাও আমার শিক্ষক, তাঁরাই শেখান, আমার পথ সঠিক: রাহুল

Follow Us :

নয়াদিল্লি: ‘আমার বিরোধীদেরও আমি শিক্ষক বলে মনে করি। কারণ, তারাই শিখিয়ে দেয়, আমি সঠিক পথে চলছি।’ শিক্ষক দিবস উপলক্ষে এক বার্তায় কারও নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকে এই ভাষাতেই কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রসঙ্গত, রাহুলের ঠাকুমা প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, সমালোচনাই মানুষকে বড় করে। জীবৎকালে রাজনৈতিক ময়দানে বহু সমালোচনা, কুৎসা, পরিবারতন্ত্র নিয়ে তিরে বিদ্ধ হতে হয়েছে ইন্দিরা গান্ধীকে। মঙ্গলবার প্রায় এক সুরে নাতি রাহুলও বললেন, তাঁর রাজনীতির পথ যে সঠিক, তা বোঝা যায় বিরোধীদের ভাষায়। সেই হিসেবে বিরোধীরাও তাঁর শিক্ষক।

রাহুল বলেছেন, বিরোধীরা তাঁর শিক্ষক। যাঁরা তাঁদের ব্যবহার, মিথ্যাচার এবং কথাবার্তাতেই বুঝিয়ে দেন, আমি যে পথে চলছি তা একেবারে সঠিক। ফেসবুকে হিন্দিতে লেখা বার্তায় রাহুল জানিয়েছেন, আমার গুরু হিসেবে মহান ব্যক্তিদের যেমন মহাত্মা গান্ধী, গৌতম বুদ্ধ, শ্রীনারায়ণ গুরুকে মানি। যাঁরা সমাজে সাম্যের বাণী শুনিয়ে গিয়েছেন। প্রতিটি মানুষকে ভালোবাসতে, তাদের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়াতে শিখিয়েছেন। শিক্ষক দিবসে দেশের সকল শ্রদ্ধেয় শিক্ষককে আমার শ্রদ্ধা জানাই। সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান মুখ রাহুল লিখেছেন, জীবনের পথে চলার দিশা দেখান একজন শিক্ষক। শিক্ষকই জীবনে জ্ঞানের আলো জ্বালিয়ে দেন। সৎ পথে চলার জন্য উদ্বুদ্ধ করেন।

আরও পড়ুন: অর্থনেতিক অবরোধ, রাজভবনে ধরনার হুমকি মুখ্যমন্ত্রীর

রাহুলের মতে, ভারতের মানুষও গুরুতুল্য। যাঁরা আমাদের দেশের বৈচিত্র্যের মধ্যেও ঐক্যবদ্ধ থাকার উদাহরণ বহন করেন। যে কোনও অবস্থায় লড়ে যাওয়ার হিম্মত জোগান। মোদি-শাহের নামোচ্চারণ না করে রাহুল লিখেছেন, আমাদের দেশের মানুষ বিনম্রতা আর তপস্যার সাক্ষাৎ রূপ। বিরোধীরা আমার গুরু। কারণ তাঁরা তাঁদের আচরণে, তাঁদের মিথ্যা ভাষণে, কথায় আমাকে শিখিয়ে দেন যে, আমি সঠিক। আর এই সত্যের উপর দাঁড়িয়েই আমি এগিয়ে যাব। তাতে যে মূল্য চোকাতে হোক না কেন, তার জন্য আমি প্রস্তুত, লিখেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি।

RELATED ARTICLES

Most Popular