Placeholder canvas

Placeholder canvas
HomeদেশMallikarjun Kharge: খাড়্গের ইস্তফা, রাজ্যসভায় বিরোধী দলনেতা নতুন মুখই

Mallikarjun Kharge: খাড়্গের ইস্তফা, রাজ্যসভায় বিরোধী দলনেতা নতুন মুখই

Follow Us :

রাজ্যসভায় বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিলেন মল্লিকার্জুন খাড়গে৷ কংগ্রেসের সভাপতি নির্বাচনে গান্ধী পরিবারের পছন্দের প্রার্থী ৮০ বছরের খাড়গে৷ এ বছরের এপ্রিল মাসে রাজস্থানের উদয়পুরে কংগ্রেসের চিন্তন শিবিরে ‘এক ব্যক্তি, এক পদ’  নীতি গ্রহণ করা হয়। এই নীতি সামনে এনেই চর্চা চলছিলো, খাড়গে দলের সভাপতি হলে রাজ্যসভায় বিরোধী দলনেতার পদে বসবেন অন্য কেউ৷ তবে ব্যতিক্রমও রয়েছে দলেই৷ লোকসভায় বিরোধী দলনেতার পদে এখন রয়েছেন অধীর চৌধুরী৷ অধীর একইসঙ্গে এ রাজ্যের কংগ্রেস সভাপতিও৷ তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে আগেই ইস্তফা দিলেন মল্লিকার্জুন খাড়গে৷

খাড়গের  আগাম ইস্তফার ঘটনায় দু’টি বিষয় উঠে এসেছে৷ প্রথমত, খাড়গের জয় সম্পর্কে কংগ্রেস হাইকম্যান্ড  একশো শতাংশ নিশ্চিত৷ দ্বিতীয়ত, খাড়গের স্থলাভিষিক্ত হবেন দলের কোনও নতুন মুখই৷ ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনেই সম্ভবত রাজ্যসভায় কংগ্রেসের  বিরোধী দলনেতা হতে চলেছেন অন্য কেউ৷ কংগ্রেসের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দিনকয়েক আগে  অশোক গেহলটকে কংগ্রেসের ‘এক ব্যক্তি, এক পদ নীতি’ স্মরণ করিয়ে দেন রাহুল গান্ধী৷ দলের নীতি মল্লিকার্জুন খাড়গে আগেই মেনে নিলেন তাঁর জয় নিশ্চিত বুঝেই৷ ফলে কংগ্রেসকে রাজ্যসভায় বিরোধী দলনেতা হিসেবে অন্য মুখই বেছে নিতে হবে।  সভাপতি নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরই চর্চায় আসবে বিরোধী দলনেতার পদে খাড়গের উত্তরসূরি বেছে নেওয়ার পর্ব৷  

আরও পড়ুন:  যুব কংগ্রেসের নতুন সভাপতি হলেন আজাহার মল্লিক, পরাজয় অধীরের প্রার্থী

কংগ্রেস সূত্রে খবর, রাজ্যসভায় বিরোধী দলনেতা হিসেবে পি চিদম্বরম, দিগ্বিজয় সিং, মুকুল ওয়াসনিকের নাম ভেসে উঠেছে৷ বলা হচ্ছে, এদের মধ্যে একজন এই পদে বসতে পারেন৷ লড়াইয়ে অনেকটাই এগিয়ে দিগ্বিজয় সিং৷ দিগ্বিজয় সভাপতি নির্বাচনের জন্য মনোনয়ন পত্র তুলেও খাড়গেকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনিই পরবর্তী বিরোধী দলনেতা হতে পারেন বলে মনে করা হচ্ছে। এই মুহুর্তে তিনি কোনও সাংগঠনিক পদেও নেই। দ্বিতীয় পছন্দ হিসেবে রয়েছেন পি চিদম্বরম৷ অভিজ্ঞ রাজনীতিক এবং দক্ষ বক্তা দেশের প্রাক্তণ এই অর্থমন্ত্রী ৷ আছে মুকুল ওয়াসনিকের নামও৷ ওয়াসনিককে রাজ্যসভায় বিরোধী দলনেতা করার জন্যও বিবেচনা করা হতে পারে। ১৯ অক্টোবর সভাপতি নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরই এআইসিসি স্থির করবে রাজ্যসভায় কংগ্রেসের দলনেতার মুখ বদলের বিষয়টি৷

RELATED ARTICLES

Most Popular