Placeholder canvas

Placeholder canvas
Homeদেশ5G services: আজ দেশে ফাইভ-জি উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি

5G services: আজ দেশে ফাইভ-জি উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি

Follow Us :

আজ, শনিবার সকাল ১০টায় ভারতে ফাইভ-জি (5G) প্রযুক্তির উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সেই সঙ্গে দেশে চালু হয়ে যাচ্ছে অত্যাধুনিক মোবাইল প্রযুক্তি পরিষেবা। মোবাইল ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে ফাইভ জি। দিল্লিতে ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২২’-এ দেশজুড়ে ফাইভ জি পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করবেন মোদি৷ দেওয়ালির আগে কলকাতা সহ দেশের বেশ কিছু শহরে ফাইভ জি পরিষেবা মিলবে।

২০৪০ এর মধ্যে ফাইভ-জি প্রযুক্তি বাবদ ভারতের অর্থনীতিতে অতিরিক্ত ৫০ কোটি ডলার আসতে চলেছে। ফোর জি নেটওয়ার্কের থেকে এই ফাইভ জি অন্তত ১০ গুণ গতিশীল হবে বলে দাবি। সম্প্রতি ফাইভ জি স্পেকট্রামের নিলাম হয় ৷ সেই নিলামে টেলিকম সংস্থাগুলির জন্য ৫১ হাজার ২৩৬ মেগাহার্টজ ফাইভ জি স্পেকট্রাম বরাদ্দ করা হয়। চলতি বছর স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময়েই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, ভারতে শীঘ্রই ফাইভ জি পরিষেবা শুরু হবে৷ সম্প্রতি ভারতী এয়ারটেল,রিলায়েন্স জিও পক্ষ থেকে ফাইভ জি মোবাইল প্ল্যান আনার কথা ঘোষণা করা হয় ৷ 

আরও পড়ুন-Rahul Gandhi: ভারত জোড়ো যাত্রার মাঝেই কোভিডে মৃতদের পরিবারের পাশে রাহুল 

টেলিকম বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ৫জি পরিষেবা ভারতের পক্ষে যথেষ্ট লাভজনক হিসাবে প্রমাণিত হবে। তাঁদের মতে, আগামী ২০২৩ থেকে ২০৪০-এর মধ্যে ভারতের অর্থনীতিতে শুধুমাত্র ৫জি পরিষেবা বাবদ প্রায় ৫০ কোটি ডলার বেশি আসবে। জিএসএমএ রিপোর্টে, ২০৩০-এর মধ্যে এক তৃতীয়াংশেরও বেশি ৫জি সংযোগ দেশে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। কম হয়ে যাবে ২জি এবং ৩জি পরিষেবা।

 

RELATED ARTICLES

Most Popular