Placeholder canvas

Placeholder canvas
HomeদেশParliament Winter Session 2022: বিজেপিকে কুকুর-ইঁদুরের সঙ্গে তুলনা খাড়্গের, রাজ্যসভা উত্তাল

Parliament Winter Session 2022: বিজেপিকে কুকুর-ইঁদুরের সঙ্গে তুলনা খাড়্গের, রাজ্যসভা উত্তাল

Follow Us :

নয়াদিল্লি: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের (Mallikarjun Kharge) বিতর্কিত মন্তব্যের জেরে সংসদ (Parliament) উত্তাল হয়ে উঠল মঙ্গলবার। শাসকপক্ষ খাড়্গের ক্ষমা দাবি করলেও কংগ্রেস তা নাকচ করে দেওয়ায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যায়। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাকে (Rahul Gandhi’s Bharat Jodo Yatra) কটাক্ষ করে বিজেপি বলেছিল, ভারত তোড়ো। তারই পালটা হিসেবে মল্লিকার্জুন বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। 

রাজস্থানের আলওয়ারে এক জনসভায় তিনি বলেন, দেশের জন্য স্বাধীনতা ছিনিয়ে এনেছে কংগ্রেস। ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মতো নেতারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। এরপরেই খাড়্গের বিতর্কিত মন্তব্য ছিল, আপনাদের ঘরের কুকুরটা পর্যন্ত কখনও দেশের জন্য প্রাণ দিয়েছে? আজও ওরা (বিজেপি) নিজেদের দেশপ্রেমী বলে দাবি করে। আর আমরা যদি কোনও কথা বলি, সেটা হয়ে যায় দেশদ্রোহী।

আরও পড়ুন: Modi-Mamata Meeting: বছর শেষে কলকাতায় মোদি-মমতা বৈঠকের প্রবল সম্ভাবনা

চীন নিয়ে সরকারপক্ষ কোনও আলোচনা করতে দিচ্ছে না এই অভিযোগ তুলে মল্লিকার্জুন আরও বলেন, বাইরে ওরা সিংহের গর্জনে কথা বলে। কিন্তু, যদি ভালো করে তাকিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন, বিজেপির কাজকর্ম ইঁদুরের মতো।

এদিন সংসদের অধিবেশন বসার সঙ্গে সঙ্গে বিজেপি সদস্যরা মুখিয়ে ওঠেন কংগ্রেস ও মল্লিকার্জুনের বিরুদ্ধে। তারা এই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি করেন। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীষূ্ষ গোয়েল (Union Commerce Minister Piyush Goyal) রাজ্যসভায় (Rajya Sabha) বলেন, আমরা মল্লিকার্জুন খাড়্গের মন্তব্যের নিন্দা করি। যে ভাষায় তিনি কথা বলেছেন এবং মিথ্যা কথা বলেছেন, তার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে।

পীযূষ গোয়েলের এই বক্তব্যের পরেই রাজ্যসভায় হইচই পড়ে যায়। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেন, মল্লিকার্জুন যা বলেছেন, তা সংসদের বাইরে। জবাবে খাড়্গেও বিজেপির বিরুদ্ধে খড়্গহস্ত হয়ে বলেন, ওই একই কথা আমি যদি এখানেও বলি, তাহলে বিজেপির পক্ষে তা শুনে হজম করা কঠিন হবে। যারা স্বাধীনতা সংগ্রামের সময় ক্ষমা চেয়েছে, আজ তারাই ক্ষমাপ্রার্থনার দাবি করছে স্বাধীনতার জন্য লড়াই করেছে যারা তাদের কাছে।

তিনি আরও বলেন, ওরা বলছে কংগ্রেস ভারত তোড়ো যাত্রা করছে, কিন্তু আমি বলছি এদেশকে একমাত্র জোড়া লাগানোর জন্য লড়াই করে গিয়েছে কংগ্রেসই। আর এর জন্যই প্রাণ দিতে হয়েছে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীকে। আপনারা কী করেছেন? দেশের জন্য আপনাদের আত্মত্যাগের কথা কারও মুখে কোনও শুনেছেন! পালটা জবাবে গোয়েলও বলেন, আমার মনে হয়, কংগ্রেস নিজেই নিজেদের ইতিহাস বিস্মৃত হয়েছে। তারা আজকের দিনে দাঁড়িয়ে মনে করতে পারে না, জম্মু-কাশ্মীরে কী করেছিল, পাকিস্তানের হুমকি, চীনের আগ্রাসন, বি আর আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেলের অপমানের দিনগুলির কথা।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Abhishek Banerjee | প্রথম দফায় মাথা, দ্বিতীয়তে ঘাড় ভেঙেছি, তৃতীয় দফায় কোমর ভাঙব: অভিষেক
06:27
Video thumbnail
Sandeshkhali | সন্দেশখালিতে এনএসজির পর সিবিআই, দখলের অভিযোগ গ্রামবাসীদের
02:15
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | চকোলেট বোমা ফাটলেও এনএসজি? : মমতা বন্দ্যোপাধ্যায়
04:48
Video thumbnail
Stadium Bulletin | অতিষ্ঠ শহরে দিল্লির লু আসছে?
25:08
Video thumbnail
Sandeshkhali | সন্দেশখালি নিয়ে জারি রাজনৈতিক টানাপোড়েন, অস্ত্র উদ্ধারের পর উঠছে একাধিক প্রশ্ন
02:03
Video thumbnail
ধর্মযুদ্ধে মুখোমুখি | বহরমপুরে কর্মসংস্থানই লক্ষ্য: ইউসুফ পাঠান
10:15
Video thumbnail
District Top News | দেখে নিন আজকের জেলার গুরুত্বপূর্ণ খবরগুলি
13:19
Video thumbnail
ধমযুদ্ধের দামামা | বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ!
10:51
Video thumbnail
সেরা ১০ | সিবিআই পোর্টালে জমি লুট সহ একাধিক অভিযোগ, সরেজমিন খতিয়ে দেখতে সন্দেশখালিতে তদন্তকারীরা
18:45
Video thumbnail
Abhishek Banerjee | গণতান্ত্রিকভাবে বিজেপির বিদায় নিশ্চিত : অভিষেক
03:46