Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাCalcutta High Court | মৃত কনস্টেবলের পরিবার পেনশন পাননি কেন কৈফিয়ত আদালতের

Calcutta High Court | মৃত কনস্টেবলের পরিবার পেনশন পাননি কেন কৈফিয়ত আদালতের

Follow Us :

কলকাতা: মৃত কনস্টেবলের (Constable) পরিবারের হত্যে দিয়ে ঘুরছেন তবু তাঁর পেনশন (Pension) পাননি পরিবার। প্রায় ২৫ বছর ধরে তাঁরা এদরজায় ওই দরজায় ঘুরছেন। কিন্তু কোনও এক অজানা কারণে তাঁরা পেনশন পাচ্ছেন না। শেষমেষ তাঁরা দ্বারস্থ হন আদালতের (Court)। সেই মামলাতেই কড়া অবস্থান নিল আদালত। 

আড়াই দশকেও মৃত কনস্টেবলের পরিবার ফ্যামিলি পেনশন পাননি। এই মামলায় বৃহস্পতিবার হাইকোর্টের (Calcutta High Court) মৌখিক নির্দেশেই সরকারি গাড়ির বদলে শুক্রবার সকালে পাবলিক বাসে চড়ে আদালতে এলেন স্বরাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিব। আর একই নির্দেশ পেয়ে সরকারি গাড়ির বদলে নিজে ভাড়া করা গাড়িতে ব্যাক্তিগত হাজিরা দিতে এলেন হাওড়া গ্রামীণের পুলিশ সুপার। এদিন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ওই অফিসারদের কে কী ভাবে আদালতে এসেছেন জানতে চান। যুগ্ম সচিব জানান, তিনি সরকারি বসে চড়ে এসেছেন। আদালত বাসের টিকিট দেখতে চাইলে তা অবশ্য দেখাতে পারেননি ওই আধিকারিক। আর এসপি জানান, তিনি গাড়ি ভাড়া করে এসেছেন। 

আরও পড়ুন: Panchayat Election | ধর্ষণ মামলায় আগাম জামিন চেয়ে আদালতে নওশাদ 

মামলায় আদালতের প্রশ্ন, কেন এতদিন ওই পরিবারকে ফ্যামিলি পেনশন দেওয়া হয়নি? কাট মানি নিয়েও এসপিকে কটাক্ষ করে আদালত। শেষ পর্যন্ত রাজ্যের আইনজীবীকে আদালতের নির্দেশ, এই অফিসারদের সঙ্গেই স্বরাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন অফিসারকে আগামী সোমবার হাজিরা দিয়ে কৈফিয়ত দিতে হবে পেনশন এতদিনেও না দেওয়ার। পাশাপাশি এসপি সহ এই অফিসারদেরও সেদিন হাজির থাকতে হবে আদালতে। 
একইসঙ্গে রাজ্যের আইনজীবীকে কে ওইদিন জানাতে হবে, কর্তব্যে গাফিলতির জন্য এই অফিসারদের বিরুদ্ধে কী পদক্ষেপ করবে সরকার।

RELATED ARTICLES

Most Popular