Placeholder canvas

Placeholder canvas
HomeবিনোদনVikram Gokhale: অভিনেতা বিক্রম গোখলের মৃত্যু হয়নি, জানাল পরিবার, গুজবে তোলপাড় দেশজুড়ে

Vikram Gokhale: অভিনেতা বিক্রম গোখলের মৃত্যু হয়নি, জানাল পরিবার, গুজবে তোলপাড় দেশজুড়ে

Follow Us :

মুম্বই: প্রখ্যাত চলচ্চিত্রাভিনেতা বিক্রম গোখলের (Vikram Gokhale) মৃত্যু হয়নি। তাঁর স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত সংকটজনক কিন্তু তিনি মারা যাননি বলে জানালেন অভিনেতার মেয়ে। বিক্রম গোখলেকে এখনও লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছেন তাঁর কন্যা। বিক্রমের স্ত্রী ব্রুশালিও জানিয়েছেন, তাঁর স্বামীর মৃত্যুর যে খবর চাউর হয়েছে তা মিথ্যা। তিনি সাড়া দিচ্ছেন না, একথা ঠিক বলে মেনে নিলেও তিনি জানান, ডাক্তাররা এ বিষয়ে পরে সবিস্তারে জানাবেন।

বৃহস্পতিবার ভোর হতেই বলিউডসহ গোটা দেশে বিক্রম গোখলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তার কিছুক্ষণের মধ্যেই অভিনেতার কন্যা জানান, তিনি খুবই সংকটজনক অবস্থায় রয়েছেন। তবে এখনও প্রাণ রয়েছে। প্রিয় অভিনেতা জন্য সকলকে প্রার্থনা করার আর্জি জানান তিনি। বুধবার রাতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বেশ কয়েকটি সমস্যার জন্য তাঁকে গত ৫ নভেম্বর দীননাথ মঙ্গেশকর হাসপাতালে (Deenanath Mangeshkar Hospital ) ভর্তি করা হয়।

আরও পড়ুন: Weather Today: মরশুমের শীতলতম দিন আজ, নিম্নচাপ কোনপথে জানেন?

পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল। হঠাৎ করেই অবনতি হয়। তাঁর হার্ট এবং কিডনির সমস্যা রয়েছে। স্ত্রী জানিয়েছেন, বিক্রমের মাল্টি অর্গান ফেলিওর হয়েছে। তবে এ ব্যাপারে ডাক্তাররাই উত্তর দিতে পারবেন। প্রসঙ্গত, বিক্রম গোখলের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়তেই বলিউড তারকারা টুইটে শোকপ্রকাশ করতে শুরু করেন। অজয় দেবগণ, রীতেশ দেশমুখ, জাভেদ জাফরি টুইটে তাঁকে শ্রদ্ধা জানান।

ব্রুশালি আরও জানান, যেসব কথা প্রচার করা হচ্ছে তার কিছুই সত্য নয়। যেমন তাঁর স্বামীর বয়স ৭৭ বছর, ৮২ নয়। সানফ্রান্সিসকো থেকে তাঁদের মেয়ে এসে পৌঁছেছেন। পারিবারিক বন্ধু সূত্রে জানা গিয়েছে, কোভিডের সময় থেকে বিক্রম গোখলে পুনেতে থাকতেন। খুব কম সময়ই মুম্বইতে আসতেন তিনি। 

RELATED ARTICLES

Most Popular