Placeholder canvas

Placeholder canvas
Homeলাইফস্টাইলWhatsApp Chat History Transfer: আইফোন থেকে স্যামসাঙ ফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফার করুন...

WhatsApp Chat History Transfer: আইফোন থেকে স্যামসাঙ ফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফার করুন এইভাবে

Follow Us :

একটানা বেশ কয়েক বছর আইফোন ব্যবহার করছেন। এ বার স্যামসঙের নতুন সিরিজে মনে ধরেছে। তাই এ বার আইফোন থেকে সামসঙে যাওয়ার পালা। আপনার যাবতীয় ডেটা ও কন্ট্যাক্ট ট্রান্সফার তো করবেন, কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সংক্রান্ত তথ্যের কী হবে? চিন্তা নেই এবার হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি ট্র্যান্সফার করতে পারবেন খুব সহজে জানাচ্ছে মেসেজিং অ্যাপ সংস্থাটি। তবে নতুন ফোনের সেটিং ঠিক করার শুরুর দিকেই সেরে ফেলতে হবে এই ট্রান্সফারের কাজ।

আইফোন থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি স্যামসঙে ট্রান্সফার করতে এটা খুবই প্রয়োজন

আইফোনে আপনাকে হোয়াটসঅ্যাপের  আইওএস ভার্সান ২.২১.১৬০.১৭ বা আরও গ্রেটার ভার্সান থাকতে হবে। আর অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের ২.২১.১৬.২০ ভার্সান থাকতে হবে। এই ট্র্যান্সফার একটি ইউএসবি-সি থেকে লাইটিং কেবলের মাধ্যমে হবে। এক্ষেত্রে এই দুটির মধ্যে কোনও একটা আপনাক কাছে থাকতে হবে।

আপনাকে একই ফোন নাম্বার ব্যবহার করতে হবে। এক্ষেত্রে স্যামসঙ ব্যবহারকারীদের স্মার্টসুইচ অ্যাপ ভার্সান ৩.৭.২২.১ বা এর থেকে গ্রেটার ভার্সান ব্যবহার করতে হবে।

এই ফিচারটি যে কোনও স্যামসঙ ফোনের অ্যান্ড্রয়েড ১০ বা তার থেকে হাইয়ার ভার্সানে পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপের ব্লগে বলা আছে, যে আপনার নতুন অ্যান্ড্রয়েড ফোনটি একেবারে ফ্যাক্টরি নিউ বা রিসেট টু ফ্যাক্টরি সেটিং হতে হবে, যাতে এই মাইগ্রেশনের কাজ সহজে হয়।

কীভাবে এই মাইগ্রেশন করবেন জেনে নিন

প্রথম ধাপ: স্যামসাঙের নতুন ফোন অন করে কেবিলের মাধ্যমে আইফোনে কানেক্ট করুন।

দ্বিতীয় ধাপ: এ বার স্যামসাঙ স্মার্ট সুইচ ফলো করুন। আপনাকে স্ক্যান করতে বলা হলে কিউ আর কোড স্ক্যান করে নিন। এই কোড নতুন ফোনের ডিসপ্লেতে থাকবে। আইফোনের ক্যামেরা দিয়ে স্ক্যান করে নেবেন।

তৃতীয় ধাপে: আইফোনের স্টার্ট অপশনে ট্যাপ করুন এবং প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

চতুর্থ ধাপে: স্যামসাঙে সেটিংয়ের যাবতীয় কাজ সেরে নিন।

পঞ্চম ধাপে:  এ বার হোম স্ক্রিনে গিয়ে হোয়াটসঅ্যাপে খুলে লগ ইন করুন। একই ফোন নাম্বার ব্যবহার করতে হবে।

শেষ ধাপে: প্রমপ্ট করা হলে ইমপোর্ট অপশনে ট্যাপ করুন এবং ট্রান্সফারের প্রক্রিয়া সম্পূর্ণ করুন। এর পর আপনার নতুন ফোনটি অ্যাক্টিভেটের প্রক্রিয়া শেষে করে নিন। এবার হোয়াটসঅ্যাপে গেলে আপনাক পুরোনো চ্যাট দেখতে পাবেন। তবে এক্ষেত্রে আপনার যাবতীয় পার্সোনাল মেসেজ ট্র্যান্সফার হলেও আপনার পেমেন্ট মেসেজগুলি ট্র্যান্সফার হবে না।

 

 

RELATED ARTICLES

Most Popular