Placeholder canvas

Placeholder canvas
HomeScrollসরস্বতী পুজোর দিনটাই বাঙালির ভালবাসার দিন
Valentine's Day 2024

সরস্বতী পুজোর দিনটাই বাঙালির ভালবাসার দিন

ভ্যালেন্টাইনস দিবসে বাঙালির প্রেম পার্কে

Follow Us :

ভ্যালেন্টাইনস দিবসে (Valentine’s Day) বাঙালির প্রেম নয়, বাঙালি সরস্বতী পূজার দিনটিকেই প্রেমের দিবস হিসেবে মনে করেন সকলে। সারাদিন ভালবাসার মানুষটার সঙ্গে একান্তে সময় কাটাতে চায় সকলেই। আবার অনেকে বিভিন্ন পার্কেও ভিড় করেন। বিশেষ করে স্কুল কলেজের মেয়েরা এদিন পছন্দের শাড়ি পড়েন ও ছেলেরা পাঞ্জাবি। একে অপরের জন্য উপহারও নিয়েও আসেন। একান্তে সময় কাটানোই তাঁদের লক্ষ্য। কিছু সময় কাটিয়ে কোনও রেস্তরায় গিয়ে পছন্দের খাবার খেতে পছন্দ করেন অনেকেই। এরপর হতে হাত রেখে নদীর পারে, অথবা সিনেমা হলে একে অপরের সঙ্গে জীবন কাটানোর স্বপ্নও দেখেন। তবে ভ্যালেন্টাইনস দিবস তারা কাটাতে পছন্দ করে। গোপাল দেওয়ার দিন থেকে শুরু করে ভ্যালেন্টাইন দিবস অবধি উপভোগ করে থাকে। তবে চলতি বছরে সরস্বতী পূজা ও ভ্যালেন্টাইনস দিবস একই দিনে পড়ছে।

আরও পড়ুন: ভালবাসার রং লাল হওয়ার নেপথ্যে রয়েছে রক্তাক্ত ইতিহাস

এক কলেজ ছাত্রী বলেন, আমি এই দিনটার অন্য অনেক মাস ধরে অপেক্ষা করছি। প্রিয় মানুষটির সঙ্গে এদিন ঘুরতে যাব বলে আগের থেকেই শাড়ি কিনে রেখেছি। সেদিন সারাদিন ঘুরবো আর সন্ধার পরে ঠাকুর দেখতেও যাবো।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular