Placeholder canvas

Placeholder canvas
Homeলাইফস্টাইলWeekly Horoscope: মিথুন রাশির জাতকদের জন্য কেমন হবে নতুন সপ্তাহ

Weekly Horoscope: মিথুন রাশির জাতকদের জন্য কেমন হবে নতুন সপ্তাহ

Follow Us :

কেমন হবে এই নতুন সপ্তাহ। প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছে কী?  সপ্তাহ জুড়ে থাকবে চূড়ান্ত ব্যস্ততা? নাকি সপ্তাহান্তে পরিবারের সঙ্গে কাটবে সময়। কেমন থাকবে স্বাস্থ্য? গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল কতটা প্রভাব ফেলবে মিথুন রাশিতে জানুন-

মিথুন (মে ২১-জুন ২১)

Gemini (May 21-June 21)

নতুন সপ্তাহে মিথুন রাশির জাতকরা যদি নিজেদের সময় ও উর্জার সঠিক ব্যবহার করতে পারেন তা হলে চাকরি কিংবা ব্যবসা সব ক্ষেত্রেই অপ্রত্যাশিত ফল পাবেন। চাকরি জীবনে টার্গেট অ্যাচিভ করতে চাইলে বাকি সহকর্মীদের সঙ্গে তাল মিল রেখে কাজ করলে ভাল ফল পাবেন। এক্ষেত্রে সহকর্মীদের ছোটখাট ভুল কিংবা মান অভিমান ভুলে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করতে হবে। দীর্ঘদিন ধরে ব্যবসা বিস্তারের কথা ভাবনাচিন্তা থাকলে তা অবশেষে সফল হবে। এই সপ্তাহে কোনও ধার্মিক কিংবা মাঙ্গলিক কাজে অংশহণের সুযোগ পাবেন।    

সপ্তাহের দিনগুলি কেমন হবে–  সপ্তাহের শুরুতে কোনও বন্ধুর সাহায্যে আপনার আয়ের পথ আরও সুগম হতে পারে। সঞ্চিত অর্থের বৃদ্ধি ঘটবে।  

পড়াশোনা– মিথুন রাশির পড়ুয়ারা যাঁরা সম্প্রতি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেছিলেন তাঁরা সুখবর পেতে পারেন।

প্রেম ও সম্পর্ক– প্রেমের জন্য সময়টা খুবই ভাল। কাছের মানুষের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ পাবেন। প্রেমের সম্পর্ক আরও গাঢ় ও নিবিড় হবে। বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। 

স্বাস্থ্য– দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা মিটবে। স্বাস্থ্যের উন্নতি হবে এবং সপ্তাহজুড়ে স্বাস্থ্য ভাল থাকবে। 

কী করবেন– বাধা বিপত্তি কাটাতে প্রত্যেকদিন গণেশ আরাধনা করুন। উপকার পাবেন। 

আরও পড়ুন

সপ্তাহিক রাশিফল: মেষ 

সপ্তাহিক রাশিফল: বৃষ 

সাপ্তাহিক রাশিফল: কর্কট 

সাপ্তাহিক রাশিফল: সিংহ 

সাপ্তাহিক রাশিফল: কন্যা 

সাপ্তাহিক রাশিফল: তুলা 

সাপ্তাহিক রাশিফল: বৃশ্চিক

সাপ্তাহিক রাশিফল:ধনু 

সাপ্তাহিক রাশিফল: মকর 

সাপ্তাহিক রাশিফল: কুম্ভ

সাপ্তাহিক রাশিফল: মীন 

 

RELATED ARTICLES

Most Popular