কলকাতা: সামনেই পুজো। আর পুজো (Pujo) মানেই লম্বা ছুটি (Holiday)। পুজোর ছুটিতে বাঙালি ঘুরতে যাবে না, এমন কাণ্ড কখনও হয়েছে। অনেকে তো ঘুরতে যাওয়ার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। তবে এখনও যাঁরা ভেবে কুল খুঁজে পাচ্ছেন না যে, পুজোর ছুটিতে কোথায় যাবেন, তাঁদের জন্য সেরা ডেস্টিনেশন হয়ে উঠতে পারে এই গ্রাম। নিরিবিলি, শান্ত পরিবেশ,পকেট থেকেও বেশি খসবে না। দার্জিলিংয়ের খুব কাছেই অবস্থিত এই জায়গা। দার্জিলিং মানেই সকলে মিরিক বেড়াতে যান। এই মিরিকের কাছেই রয়েছে জিম্বা গাঁও। এখানে এতোটাই যে দিনের বেলাতেও ঝিঁঝি পোকার ডাক শোনা যায়।
এই জায়গার আরেকটি বিশেষত্ব হল কমলালেবুর বাগান। হোম স্টের বারান্দায় বসে কমলা লেবুর বাগান উপভোগ করা যায়। এখানে খাওয়াদাওয়ারক এলাহি আয়োজন করা হয়ে থাকে। একেবারে পাহাড়ি অরগ্যানিক খাবার পাওয়া যায় এখানে। সঙ্গে কমলালেবুর স্বাদ নিতে পারবেন। যাঁরা পাখি দেখতে ভালোবাসেন, তাঁদের জন্য সেরা জায়গা এটি। অসংখ্য নাম না জানা পাখি এখানে দেখতে পাওয়া যায়।
এখানে রয়েছে একটি মাত্র হোম স্টে। খুব বেশি দিন হয়নি সেটা তৈরি হয়েছে। খুব বেশি পর্যটকের থাকার জায়গা নেই। তবে, সারাবছরই এখানে আসা যায়। একেবারে নিঝুম একটা জায়গা। এতোটাই শান্তি বিরাজ করে। মোবাইলের টাওয়ার খুব একটা ভালো পাওয়া যায় না। কাজেই বেড়াতে এসে একেবারে নির্ভেজাল একটা ছুটির দিন কাটানো যায়।
কীভাবে যাবেন- শিলিগুড়ি থেকে মিরিক হয়ে এখানে আসা যায়। শিলিগুড়ি থেকে মিরিকের দূরত্ব ৪৫ কিলোমিটার। শিলিগুড়িতে শেয়ার গাড়িতে অথবা সরকারি বাসে মিরিক পর্যন্ত এসে সেখান থেকে গাড়িতে বা শেয়ার গাড়িতে এই জিম্বা গাঁও আসা যায়। শেয়ার গাড়িতে অথবা বাসে এলে একটু কম খরচ লাগে।