Placeholder canvas

Placeholder canvas
HomeদেশMohammed Zubair: হিংসা ছড়াচ্ছেন, না সত্যিকারের তথ্য ছড়াচ্ছেন জুবের?

Mohammed Zubair: হিংসা ছড়াচ্ছেন, না সত্যিকারের তথ্য ছড়াচ্ছেন জুবের?

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক:  তথ্য যাচাইয়ের ওয়েবসাইট অল্ট নিউজের প্রতিষ্ঠাতা সাংবাদিক জুবেরের গ্রেফতারি নিয়ে তোলপাড় গোটা দেশ। তাঁর বিরুদ্ধে দিল্লি পুলিসের অভিযোগ, জুবেরের বিভিন্ন পোস্টের ফলে দেশে হিংসা ছড়াতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। যদিও সোমবার গ্রেফতারির সময় জুবেরকে এফআইআরের কোনও কপি দেওয়া হয়নি। এই প্রসঙ্গেই নেট দুনিয়ায় নানা আলোচনা চলছে।

কেউ কেউ আবার ১৯৬২ সালে টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় বিখ্যাত কার্টুনিস্ট আর কে লক্ষ্মণের একটি কার্টুনের কথাও তুলে ধরেছেন। ওই বছরের ২৬ ডিসেম্বর পত্রিকায় প্রকাশিত ওই কার্টুনে দেখা যাচ্ছে, উর্দিধারী এক পুলিসকর্মী এক ব্যক্তির ঘাড় ধরে নিয়ে যাচ্ছেন। কার্টুনের নীচে ক্যাপশন হিসেবে যা ইংরেজিতে লেখা রয়েছে, তাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

ওই ক্যাপশনের বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, তুমি অবশ্যই গুজব ছড়াচ্ছ না। আসলে তুমি সত্যিকারের তথ্য ছড়াচ্ছ। এটাই তোমার বিরুদ্ধে অভিযোগ। প্রসঙ্গত, জুবেরের ওয়েবসাইটও তথ্য যাচাই করে থাকে। তারা ভুয়ো খবরের বিরুদ্ধে অবিরত লড়াই করে চলেছে। বিজেপির মিথ্যে প্রতিশ্রুতিও বেয়াব্রু করে দেয় অল্ট নিউজ।

আরও পড়ুন- Maharashtra No Confidence: ৩০ জুন উদ্ধবের বিরুদ্ধে অনাস্থা আনছে প্রহার পার্টি

RELATED ARTICLES

Most Popular