Placeholder canvas

Placeholder canvas
Homeদেশটাকা চাওয়ার শাস্তি, যোগীরাজ্যে মহিলাকে ছুরির কোপ, পড়ল ২০০টি সেলাই

টাকা চাওয়ার শাস্তি, যোগীরাজ্যে মহিলাকে ছুরির কোপ, পড়ল ২০০টি সেলাই

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: একটা-দুটো নয়, ২০০টি সেলাই পড়ল তাঁর দেহে। সারা মুখ-গা-হাত-পা ভেসে গেল রক্তে। ছুরি দিয়ে আততায়ী ফালাফালা করে দিল তাঁর সারা শরীর। সেই মহিলার অপরাধ? তিনি শুধুমাত্র বকেয়া টাকা চেয়েছিলেন। প্রাণে বাঁচলেও আপাতত অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি তিনি। চিকিৎসকেরা জানান, আঘাত অত্যন্ত গুরুতর। গভীর ক্ষত সৃষ্টি হয়েছে সারা দেহে। ওই মহিলার দেহে মোট ২০০টি সেলাই পড়েছে। পুলিস সূত্রে খবর, মহিলার অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে দীর্ঘদিন চিকিৎসার মধ্যে থাকতে হবে।  

ঘটনাটা ঠিক কী? 

নিধি পান্ডে নামে ওই মহিলা জমি-বাড়ির ব্যবসায়ী। হামলাকারীর নাম অরবিন্দ সিং রাঠোর। কানপুরের বাদশাহি নাকা এলাকার একটি হোটেলে অরবিন্দ সিংয়ের সঙ্গে দেখা হয়েছিল নিধির। সেই সময় নিধি অরবিন্দকে বকেয়া টাকা ফেরত দিতে বলেন। এই নিয়ে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। আচমকা অরবিন্দ ছুরি দিয়ে ওই মহিলাকে কোপাতে থাকেন। দেড় লক্ষ টাকা কেড়েও নেন মহিলার কাছ থেকে। ক্রমাগত ছুরিকাঘাতের জেরে রক্তে ভরে যায় গোটা চত্বর। নিধি চোখে-মুখে লঙ্কার গুঁড়োও ছোড়েন অরবিন্দ।

রক্তাক্ত অবস্থায় হোটেল থেকে ওই মহিলা থানায় যান। সেখান থেকেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিস সূত্রে খবর, মহিলার অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অরবিন্দের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। জয়েন্ট কমিশনার অফ পুলিস আনন্দ প্রকাশ তিওয়ারি বলেন, নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। গোটা ঘটনার কথা স্টেশন ইনচার্জকে জানানো হয়েছে। তদন্ত চলছে। 

RELATED ARTICLES

Most Popular