1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতে ইজরায়েলের দূতাবাস বন্ধ থাকবে
Israel | আইন বদল প্রধানমন্ত্রীর, প্রতিবাদে উত্তাল ইজরায়েল
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published by:  রাতুল বন্দ্যোপাধ্যায়
  • Update Time : 27-03-2023, 10:40 pm

নয়াদিল্লি: ভারতে (India) ইজরায়েলের দূতাবাস (Israel Embassy) ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) ন্যায়বিচার ব্যবস্থাকে সংশোধন করার বিতর্কিত চাপের বিরুদ্ধে কঠোর ডান সরকারের প্রতিবাদে তার বৃহত্তম শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটে অংশ নিচ্ছে।

ভারতে ইজরায়েলের দূতাবাস জানিয়েছে, ইজরায়েলের বৃহত্তম শ্রমিক সংগঠন হিস্টাড্রুট, সমস্ত সরকারি কর্মচারীকে ধর্মঘটে যাওয়ার নির্দেশ দিয়েছে, যার মধ্যে ইজরায়েলের কূটনৈতিক মিশনও রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজরায়েলের দূতাবাস আজ বন্ধ থাকবে এবং কোনও কনস্যুলার পরিষেবা দেওয়া হবে না।

আরও পড়ুন: Rahul Gandhi | সাংসদ পদ খারিজের পর বাংলো ছাড়ার নোটিস পেলেন রাহুল

এটি প্রত্যাহার না হওয়া পর্যন্ত ভারত এবং বিশ্বজুড়ে সমস্ত ইজরায়েলি মিশনের কর্মকর্তারা ধর্মঘটে বসবেন।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলনে উত্তাল ইজরায়েল। বিচারব্যবস্থা ইস্যুকে তাঁর প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে মনমালিন্য, তারপরই বরখাস্ত করা হয় প্রতিরক্ষামন্ত্রীকে। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পথে নেমেছে দেশের সাধারণ মানুষ। বেঞ্জামিন নেতানিয়াহুর আইন সংশোধনের প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভে প্রায় স্তব্ধ ইজরায়েল। জেরুজালেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে রাস্তায় নেমেছে সেনাও। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় ইজরায়েলের মানুষ। বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে নতুন সরকার ও ইজরায়েলের বিচার ব্যবস্থার মধ্যে নজিরবিহীন সংঘর্ষের মধ্যে গণতান্ত্রিক শাসনের হুমকি দেওয়ার অভিযোগ করেছে। 

বিক্ষোভের কারণে তেলআভিভেরের এয়ারপোর্ট পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। ইজরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ধর্মধটের কারণে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় বন্ধ হয়ে রয়েছে। একটিও বিমান ওঠানামা করেনি। যার কারণে প্রচুর টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সোমবার দেশের বৃহত্তম ট্রে়ড ইউনিয়ন গ্রুপিং ধর্মঘট ডেকেঠেন। সংগঠনের দাবি নেতানিয়াহু সরকার বিরাট অঙ্কের আর্থিক কেলেঙ্কারির সঙ্গেও যুক্ত। সংগঠনের দাবি এটি একটি ঐতিহাসিক সাধারণ ধর্মঘট। নেতানিয়াহুর বিচার ব্যবস্থার প্রতিবাদে এই ধর্মঘট। এখনই বিচারপ্রক্রিয়া বন্ধ করে দেওয়ারও দাবি জানান তারা।

অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন। গণতান্ত্রিক মূল্যবোধকেই মার্কিন যুক্তরাষ্ট্র সর্বদা গুরুত্ব দেয়। সেই কথাই প্রেসিডেন্ট বলেছেন। 

Tags : Benjamin Netanyahu Israel India Israel Embassy ইজরায়েল

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.