Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsSupreme Court: নির্বাচনী বন্ড মামলা শুনতে রাজি প্রধান বিচারপতি এনভি রমনা

Supreme Court: নির্বাচনী বন্ড মামলা শুনতে রাজি প্রধান বিচারপতি এনভি রমনা

Follow Us :

নয়াদিল্লি: নির্বাচনী বন্ড মামলা শুনতে রাজি দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার আদালত জানিয়েছে, নির্বাচনী বন্ডের বিরুদ্ধে করা মামলা খুব শীঘ্রই শোনা হবে। জাতীয় সংবাদ মাধ্যম Bar and Bench সূত্রে এমনটাই খবর। তাদের খবরে প্রকাশ, সোমবার আইনজীবী প্রশান্ত ভূষণ প্রধান বিচারপতি এনভি রমনার কাছে মামলাটি উপস্থাপন করেন।

মামলাতে বলা হয়েছে, কলকাতার এক কর্পোরেট সংস্থা ৪০ কোটি টাকা নির্বাচনী বন্ড দিয়ে অন্তঃশুল্ক হার বৃদ্ধি ঠেকানোর দাবি জানায়। যার মাধ্যমে গণতন্ত্রকে বিকৃত করা হয়েছে বলে দাবি। এই মামলার বিষয় উত্থাপন করতেই প্রধান বিচারপতি রমনা বলেন, এটা করোনার মতো মামলা নয়…এই মামলার পুরোটাই শুনবো।
পরক্ষণেই আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, এটা মারাত্নক ঘটনা। তা শুনে প্রধান বিচারপতির মন্তব্য, হ্যা, আমরা এটা শুনবোই।

নির্বাচনী বন্ড হল প্রতিশ্রুতি নোট। যা ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্বাচিত শাখা থেকে ভারতে নিযুক্ত যে কোনও ভারতীয় নাগরিক বা সংস্থা কিনতে পারে৷ তারপর নাগরিক বা কর্পোরেট সংস্থা তার পছন্দের যেকোনও যোগ্য রাজনৈতিক দলকে অনুদান দিতে পারে। বন্ডগুলি ব্যাঙ্ক নোটগুলির অনুরূপ। সুদ মুক্ত৷ একজন ব্যক্তি বা পক্ষকে এই বন্ডগুলি ডিজিটালভাবে বা চেকের মাধ্যমে কেনার অনুমতি দেওয়া হয়।

নির্বাচনী বন্ড ফিনান্স বিল ২০১৭ সালে চালু করা হয়েছিল। ২৯ জানুয়ারি ২০১৮ নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন এনডিএ সরকার নির্বাচনী বন্ড স্কিম ২০১৮ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর ১২ এপ্রিল ২০১৯ সুপ্রিম কোর্ট সমস্ত রাজনৈতিক দলকে নির্বাচনী বন্ডের মাধ্যমে প্রাপ্ত অনুদানের বিবরণ জাতীয় নির্বাচন কমিশন জমা দিতে বলেছিল। নির্বাচনী বন্ডের বিরুদ্ধে মামলা শুনতে সর্বোচ্চ আদালত এখনও তারিখ নির্ধারণ করেনি।

১০ এপ্রিল ২০১৯ সালে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে বলেছিল, নির্বাচনী বন্ড স্কিমের বিরুদ্ধে না হলেও রাজনৈতিক দলগুলিতে বেনামী অনুদানের অনুমোদন দেয়নি।
আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন,“আমরা নির্বাচনী বন্ডের বিরোধী নই… তবে পূর্ণ প্রকাশ ও স্বচ্ছতা চাই। আমরা নাম প্রকাশের বিরোধিতা করছি”।

আরও পড়ুন-I&B Ministry blocks YouTube channels: বিকৃত তথ্য সম্প্রচার, ২২ ইউটিউব চ্যানেল ব্লক কেন্দ্রের

গত বছর প্রাক্তন আমলা, আইনজীবী এবং শিক্ষাবিদ সহ বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক ভারতের প্রধান বিচারপতি এন ভি রমনাকে চিঠি লিখেন। তাতে তাঁরা সংবিধান বেঞ্চের সামনে দীর্ঘকাল ধরে বিচারাধীন কিছু গুরুত্বপূর্ণ মামলার দ্রুত তালিকা প্রকাশ এবং শুনানির জন্য অনুরোধ করেছিলেন। তার মধ্যে নির্বাচনী বন্ডের ইস্যুকে চ্যালেঞ্জ করে পিটিশনের বিষয়টিও ছিল। সম্প্রতি মামলাটি তালিকাভুক্ত হলেও শুনানি হয়নি। নির্বাচনী বন্ডের বৈধতা এবং সাংবিধানিকতা সম্পর্কে একটি প্রাথমিক সিদ্ধান্ত নির্বাচন ব্যবস্থা এবং অখণ্ডতার জন্য অত্যাবশ্যক।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Turning Point | ছাত্র-ছাত্রীদের হতাশা কমাতে নয়া উদ্যোগ, বাজারে এল 'টার্নিং পয়েন্ট' অ্যাপ
02:11
Video thumbnail
Arjun Singh | 'সন্দেশখালিকাণ্ডে পার্থ ভৌমিকের যোগ রয়েছে', এক্স হ্যান্ডলে অভিযোগ অর্জুন সিংয়ের
02:27
Video thumbnail
Sandeshkhali | কে এই আবু তালেব? কীভাবে উত্থান?
03:00
Video thumbnail
বাংলার ৪২ | ঘাটালে কোন দল এগিয়ে?
05:58
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম | নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলেন কীভাবে?
01:05:38
Video thumbnail
Loksabha Election 2024 | দ্বিতীয় দফায় ৩ কেন্দ্র থেকে গড়ে ৫ শতাংশ ভোট কম পড়েছে
01:59
Video thumbnail
Subhas Sarkar | সুভাষ সরকারের চিকিৎসক ছেলের বিরুদ্ধে FIR, চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ
03:26
Video thumbnail
Hasnabad | হাসনাবাদ থেকে বেরিয়ে গেল ফরেনসিক দল, রিপোর্ট এলে জানা যাবে বিস্ফোরণের কারণ
02:49
Video thumbnail
Purulia | বিয়ে বাড়ি যাওয়ার পথে উল্টে গেল পিক আপ ভ্যান, দুর্ঘটনায় মৃত্যু ২ আহত প্রায় ৩০
03:12
Video thumbnail
Abhishek Banerjee | প্রথম দফায় মাথা, দ্বিতীয়তে ঘাড় ভেঙেছি, তৃতীয় দফায় কোমর ভাঙব: অভিষেক
06:27