Placeholder canvas

Placeholder canvas
Homeদেশআন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও ভারতে কেন বাড়ছে, প্রশ্ন রাহুলের

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও ভারতে কেন বাড়ছে, প্রশ্ন রাহুলের

Follow Us :

নয়াদিল্লি: করোনাকালেও ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। অনেকটাই বেড়েছে GDP, যা নিয়ে প্রচার শুরু করে দিয়েছে পদ্ম শিবির। আর সেই GDP বৃদ্ধির হারকেই কটাক্ষ করেছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং সাংসদ রাহুল গান্ধি।

জাতীয় পরিসংখ্যান দফতরের তরফে মঙ্গলবার যে তথ্য সামনে আনা হয়েছে, তাতে দেখা গিয়েছে, ২০২১-’২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল-জুন মাসে ভারতের আর্থিক বৃদ্ধির হার (GDP) ছিল ২০.১ শতাংশ। ২০২০-’২১ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের তুলনায় যা অনেকটাই ভাল।

একবাক্যে রাহুল গান্ধি দেশের জিডিপি বৃদ্ধির হারকে মেনে নিয়েছেন, তবে কটাক্ষের সুরে। তিনি বলেছেন, “অবশ্যই দেশের জিডিপি বৃদ্ধি পেয়েছে। তবে তা হল- গ্যাস, ডিজেল এবং পেট্রোলের দাম।” বুধবার সাংবাদিক সম্মেলন করে এমনই দাবি করেছেন রাহুল। সেই সঙ্গে তিনি আরও বলেছেন, “গত সাত বছরে কেন্দ্রীয় সরকার জ্বালানীর দামের রাজস্ব এবং অন্যান্য পরিষেবা কর থেকে ২৩ লক্ষ কোটি টাকা আদায় করেছে। যা থেকে লাভবান হয়েছেন জনাকয়েক শিল্পপতি।”

আরও পড়ুন- এত নির্বাচিত প্রতিনিধি নিয়ে কাজ করার অভিজ্ঞতা নেই, অকপট স্বীকারোক্তি দিলীপের

রাহুল গান্ধি দাবি করেছেন যে ইউপিএ জমানায় রান্নার গ্যাস এবং জ্বালানী তেলের দাম অনেক কম ছিল। পরে মোদি সরকারের জমানায় তা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। রান্নার গ্যাসের দাম গত সাত বছরে ১১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে ডিজেল এবং পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ৪২ এবং ৫৫ শতাংশ।

রান্নার গ্যাস

এই বিষয়ে রাহুল বলেছেন, “এই বিষয়ে প্রশ্ন করলেই বলে- আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে। কিন্তু বাস্তব তথ্য হচ্ছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে। কেবলমাত্র ভারতের বাজারে বাড়ছে। আর এই বৃদ্ধি শুরু হয়েছে ২০১৪ সালে কেন্দ্রে মোদি সরকারের যাত্রা শুরু হওয়ার পর থেকে।”

আরও পড়ুন- বেআইনি নির্মাণের অভিযোগে ৪০ তলার দুটি আবাসন গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

চলতি সপ্তাহের ফের বেড়েছে রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি ২৫ টাকা করে বাড়ল রান্নার গ্যাসের দাম। যার ফলে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হল ৯১১টাকা। গত এক মাসে সিলিন্ডার প্রতি দাম বাড়ল প্রায় ৫০ টাকা। একই সঙ্গে সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দামও বেড়েছে ৭৩ টাকা ৫০পয়সা। বর্তমানে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হল ১,৭৭০ টাকা ৫০ পয়সা। গত বছরের ডিসেম্বর মাস থেকে এখনও পর্যন্ত ২৯০ টাকা বেড়েছে গ্যাসের দাম।

প্রতিবাদে মুখর মমতা

যা নিয়ে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লিখেছেন, “বিজেপি পরিচাইত সরকার এবং তাঁদের নীতি এতটাই জনবিরোধী যা অত্যন্ত বেদনাদায়ক। আমরা পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এবং রান্নার তেলের অভূতপূর্ব মূল্যবৃদ্ধি দেখেছি। এটি আমাদের জনগণ এবং তাদের পরিবারের উপর মারাত্মক চাপ সৃষ্টি করছে।” একই সঙ্গে মমতা আরও লিখেছেন, “এটা একেবারেই গ্রহণযোগ্য নয় এবং ক্ষমারও অযোগ্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করব, দয়া করে আমাদের জনগণের উদ্বেগে কমিয়ে অবিলম্বে এই ধরনের বৃদ্ধি প্রত্যাহার করুন।”

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Jyotipriya Mallick | হাড়-মাংস-কিডনি-লিভার, জামিনে বালুর হাতিয়ার
00:00
Video thumbnail
Lok Sabha election 2024 | কলকাতা টিভিতে মুখোমুখি সৌমিত্র খাঁ ও সুজাতা মন্ডল, কী বললেন শুনে নেব
00:00
Video thumbnail
Arjun Singh | বিবাহ তিরে বিদ্ধ অর্জুন সিং, অভিরূপ সিং অর্জুনের পুত্র দাবি সোমনাথ শ্যামের
00:00
Video thumbnail
Suvendu Adhikari | '২৩ তারিখ ঘাটালের হিরোকে জিরো করবে', দেবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর
00:00
Video thumbnail
Adhir Ranjan Chowdhury | 'হঠাৎ করে সমীকরণ বদলে যায় দিদির', কার্তিক মহারাজ ইস্যুতে অধীরের তোপ
02:39
Video thumbnail
Raj Bhavan | রাজভবনের ৩ কর্মীকে ফের তলব, হেয়ার স্ট্রিট থানায় হাজিরার নির্দেশ
02:02
Video thumbnail
Narendra Modi | 'ইসকন, রামকৃষ্ণ মিশনকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী', পুরুলিয়ায় মমতাকে নিশানা মোদির
11:22
Video thumbnail
Ghatal | ঘাটালে বিজেপির প্রচারে বাধার অভিযোগ, বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের
00:43
Video thumbnail
Curd | দইয়ের সঙ্গে খাবেন না এই ৫ খাবার!
01:21
Video thumbnail
Ghatal | ঘাটালে বিজেপির প্রচারে বাধার অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে
00:53