Placeholder canvas

Placeholder canvas
HomeদেশIsolation Guideline: ১৪ নয়, জ্বর না এলে ৭ দিনেই শেষ আইসোলেশন জানাল...

Isolation Guideline: ১৪ নয়, জ্বর না এলে ৭ দিনেই শেষ আইসোলেশন জানাল স্বাস্থ্যমন্ত্রক

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: করোনা  (Corona) আক্রান্তদের জন্য নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Ministry of Health and Family Welfare) । এই নতুন গাইডলাইন অনুযায়ী, আর ১৪ দিন নয়। এবার থেকে জ্বর না এলে মাত্র ৭ দিনেই শেষ হবে আইসোলেশন (Home Isolation)।

এমনকী আইসোলেশন শেষ হওয়ার পরেও আর করোনা নেগেটিভ টেস্ট করারও প্রয়োজন নেই।  যদিও এইচআইভি, ক্যান্সার আক্রান্ত রোগী এবং যাদের অঙ্গ প্রতিস্থাপন হয়েছে তাঁরা এই গাইডলাইনের আওতায় পড়বেন না। 

এছাড়াও এই গাইডলাইনে বলা হয়েছে, যে সব করোনা রোগীদের সামান্য জ্বর কিংবা বা জ্বর নেই মৃদু উপসর্গ রয়েছে, যাঁদের শ্বাস জনিত সমস্যা নেই অর্থাৎ অক্সিজেন লেভেল যাদের ৯৩ শতাংশ বা তার উপরে থাকবে তারাই শুধুমাত্র হোম আইসলেশনে থাকতে পারবেন।

পরিবারের এক সদস্যের করোনা হলে বাকিদেরও আইসলেশনে থাকতে হবে। নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।  মৃদু উপসর্গ থাকার পরেও রোগীর অক্সিজেন লেভেল কমে গেলে তাঁকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

আরও পড়ুন- Covid guidelines: কোভিডের এই সাত লক্ষণে সাবধান! নতুন গাইডলাইনে সতর্ক করল কেন্দ্র    

হোম আইসোলেশনে থাকলেও মানতে হবে বেশ কিছু বিধি। ব্যবহার করতে হবে আলাদা শৌচালয় ব্যবহার করতে হবে। আলো-বাতাস চলাচল করে এমন ঘরে থাকতে হবে রোগীকে।

এছাড়াও এই নতুন গাইডলাইন অনুযায়ী, আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাঁদের শরীরে কোনও রকমের উপসর্গ না থাকলে তাঁদের ক্ষেত্রেও কোভিড টেস্ট (Covid19) জরুরি না, শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ নিলেই চলবে।

RELATED ARTICLES

Most Popular