Placeholder canvas

Placeholder canvas
HomeদেশDelhi: অপেক্ষার অবসান, নতুন মেয়র পেতে চলেছে দিল্লি পুরসভা

Delhi: অপেক্ষার অবসান, নতুন মেয়র পেতে চলেছে দিল্লি পুরসভা

Follow Us :

নয়াদিল্লি: দিল্লি পুরভোটের ফল প্রকাশের ৫০দিন কেটে গিয়েছে। তবে এখনও মেয়র, ডেপুটি মেয়র নির্বাচন করা যায়নি। চলতি মাসের ৬ জানুয়ারি দিল্লি পুর নিগমের অধিবেশন ডাকা হয়েছিল। কিন্তু সেদিন সভার শুরুতেই অশান্তি শুরু হয়ে যায় আপ-বিজেপির মধ্যে। অধিবেশন কক্ষের মধ্যেই একে অপরকে লক্ষ করে চেয়ার ছুড়তে থাকে। ফলস্বরূপ সেইসময় স্থগিত করে দেওয়া হয় মেয়র নির্বাচন। অবশেষে সেই দিন নির্ধারিত হল। আজ অর্থাত মঙ্গলবার দিল্লির মেয়র এবং ডেপুটি মেয়র নির্বাচিত হবে। মেয়র পদের জন্য মনোনীত প্রার্থীরা হলেন, শেলি ওবেরয়, আশু ঠাকুর, রেখা গুপ্ত।

৬ জানুয়ারি নির্বাচিত কাউন্সিলরদের আগে মনোনীত এক কাউন্সিলরকে শপথগ্রহণের আহ্বান জানান অস্থায়ী স্পিকার। এই নিয়েই অশান্তির সূত্রপাত। আপের কাউন্সিলররা প্রিসাইডিং অফিসার তথা অস্থায়ী স্পিকার সত্য শর্মার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। পাল্টা কেজরীওয়াল বিরোধী স্লোগান দিতে থাকে বিজেপি। দুপক্ষের ঝামেলা শেষপর্যন্ত হাতাহাতিতে পৌঁছায়।একে অপরের দিকে চেয়ার ছুঁড়তে শুরু করে। গোটা ঘটনায় স্থগিত রাখা হয় মেয়র নির্বাচন।

আরও পড়ুন:Eagle: গাছের মগডালে ডানায় সুতো ঈগলের, মুক্তি মিলল তিনদিন পর

উল্লেখ্য, গত পুরসভা নির্বাচনে আপ বিজেপিকে হারিয়ে জয়লাভ করে আম আদমি পার্টি। ১৩৪ টি ওয়ার্ড দখল করে বিজেপির ১৫ বছরের শাসন ক্ষমতার অবসান ঘটিয়েছে। ভারতীয় জনতা পার্টি ১০৪ টি ওয়ার্ড দখল করে দ্বিতীয় স্থান অর্জন করে। কংগ্রেস জিতেছে ৯টি আসন। ৩টি ওয়ার্ড জিতেছে নির্দল কাউন্সিলররা। 

RELATED ARTICLES

Most Popular