Placeholder canvas

Placeholder canvas
HomeScrollজ্ঞানবাপী মসজিদে পুজো-আচ্চা চলবে, রায় এলাহাবাদ হাইকোর্টের
Gyanvapi Mosque

জ্ঞানবাপী মসজিদে পুজো-আচ্চা চলবে, রায় এলাহাবাদ হাইকোর্টের

বারাণসী আদালতের রায়কেই বহাল রাখল হাইকোর্ট

Follow Us :

এলাহাবাদ: বড় ধাক্কা খেল জ্ঞানবাপী মসজিদের (Gyanvapi Mosque) অঞ্জুমান ইন্তেজামিন মসজিদ কমিটি। এলাহাবাদ হাইকোর্ট জানিয়ে দিল, মসজিদের বিশেষ প্রকোষ্ঠে (ব্যাসজি কি তেহখানা) হিন্দুদের প্রার্থনা চলবে। জ্ঞানবাপী মসজিদের ভিতরে হিন্দুদের প্রার্থনা করার অনুমতি দিয়েছিল বারাণসী দায়রা আদালত (Varanasi District Court)। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে (Allahabad High Court) আবেদন করেছিল মসজিদ কমিটি। কিন্তু বারাণসী আদালতের রায়কেই বহাল রাখল হাইকোর্ট।

হিন্দু প্রার্থনা বন্ধ করতে দুটি আবেদন জমা পড়েছিল এলাহাবাদ হাইকোর্টে। হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু সরকার জৈন বলেন, “আজ বারাণসী দায়রা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে যে প্রথম আবেদন এলাহাবাদ হাইকোর্টে জমা পড়েছিল তা খারিজ হয়ে যায়। মোদ্দা বিষয় হল, ব্যাসজি কি তেহখানায় পুজো চলবে।”

আরও পড়ুন: ট্রাক্টরে বাসের ধাক্কা, যোগীর রাজ্যে মৃত ৬ শ্রমিক  

আইনজীবী আরও বলেন, “হাইকোর্ট মেনে নিয়েছে যে এই জায়গায় পুজো এবং ধর্মীর আচার পালিত হত। ১৯৩৩ সালে কোনও লিখিত নির্দেশ ছাড়াই সেসব বন্ধ হয়ে যায়। তাই দায়রা আদালতের রায়ই বহাল রইল। হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে। অঞ্জুমান ইন্তেজামিয়ার বিরোধিতা খারিজ হয়ে গিয়েছে।”

 

গত ৩১ জানুয়ারি জ্ঞানবাপী মসজিদের ভিতরে একটি বিশেষ জায়গায় (ব্যাস কা তেখানা) হিন্দু দেবদেবীর মূর্তির সামনে প্রার্থনা করার অনুমতি দিয়েছিল বারাণসী জেলা আদালত। ১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকেই ধর্মীয় আচার পালন হতে থাকে। পরে মসজিদের দক্ষিণ দিকের অংশ হিন্দু ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। ১৩ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) নিজেই ব্যাস কা তেখানায় গিয়ে পুজো-আচ্চা করেন।

এদিকে ৩১ জানুয়ারির রায়ের পরেই তাকে চ্যালেঞ্জ জানিয়ে ২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয় মসজিদ কমিটি। শীর্ষ আদালত আবেদন শুনতে না চেয়ে এলাহাবাদ হাইকোর্টে যেতে বলে। তার দু’ঘণ্টার মধ্যে আবেদন জমা পড়ে হাইকোর্টে। দায়রা আদালতের রায় বহাল থাকায় মসজিদ কমিটি এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কি না সেটাই দেখার।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular