Placeholder canvas

Placeholder canvas
Homeদেশমুখ্যমন্ত্রিত্ব নিয়ে চরম কোন্দল ছত্তিশগড়ের কংগ্রেসে

মুখ্যমন্ত্রিত্ব নিয়ে চরম কোন্দল ছত্তিশগড়ের কংগ্রেসে

Follow Us :

নয়াদিল্লি: আগামী লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের নিয়ে একজোট হওয়ার চেষ্টা করছে কংগ্রেস। মূল লক্ষ্য হচ্ছে কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে হঠানো। এই অবস্থায় প্রকাশ্যে চলে এল দলের অন্দরের কোন্দল। তাও আবার ক্ষমতায় থাকা রাজ্যের শাসন নিয়ে। যা নিয়ে চরম অস্বস্তিতে হাত শিবির।

ঘটনাটি ছত্তিশগড় রাজ্যের। ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে শুরু হয়েছে কোন্দল। স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও মুখ্যমন্ত্রীর পদে বসতে চান। এমনই নাকি কথা দিয়েছিল হাইকম্যান্ড। কিন্তু নিজের গদি ছাড়তে নারাজ মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এই নিয়ে দুই গোষ্ঠীর কোন্দলে জেরবার ছত্তিশগড়ের শাসকদল। যার আঁচ পৌঁছেছে দিল্লিতে।

২০১৮ সালের শেষের দিকে ছত্তিশগড়ের ক্ষমতা দখল করে কংগ্রেস। মুখ্যমন্ত্রীর পদে বসানো হয় ভূপেশ বাঘেলকে। স্বাস্থ্যমন্ত্রী করা হয় টিএস সিং দেও-কে। তাঁর অনুগামীদের দাবি, দলের হাইকম্যান্ড আশ্বাস দিয়েছিল যে আড়াই বছর পরে স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং-কে মুখ্যমন্ত্রী করা হবে। সেই আড়াই বছরের মেয়াদ শেষ হয়েছে গত জুন মাসে। কিন্তু মুখ্যমন্ত্রী বদল নিয়ে কোনও উচ্চবাচ্য নেই। যার কারণে দলের অন্দরেই কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন টিএস সিং দেও।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল শিবিরের পক্ষ থেকে পালটা যুক্তি দেওয়া হচ্ছে যে রাজ্যে কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায়। সেখানে আড়াই বছর করে মিলেমিশে মুখ্যমন্ত্রী নীতি কেন? সাধারণত কোন রাজ্যে জোট সরকার হলে এই নীতি নেওয়া হয়। কিন্তু তেমন তো হয়নি ছত্তিশগড়ে। এই নিয়ে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বল ঠেলে দিয়েছেন দলের কোর্টে। তিনি বলেন যে হাইকম্যান্ড যা সিদ্ধান্ত নেবে তা তিনি পালন করবেন।

আরও পড়ুন- বিজেপির বিরুদ্ধে লড়ার অবস্থায় নেই কংগ্রেস, দাবি সুস্মিতার

এই নিয়ে কোন্দলের জেরে বিপাকে কংগ্রেস নেতৃত্ব। চলতি সপ্তাহে একাধিকবার দিল্লিতে গিয়েছেন ভূপেশ বাঘেল। বৈঠক করেছেন দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে। শুক্রবার প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন তিনি। সেই বৈঠক সেরে বাঘেল বলেছেন, “আমি রাহুল গান্ধীকে রাজ্যে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাতে এসেছিলাম। তিনি যাবেন বএলছেন। আমিই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী থাকছি।”

RELATED ARTICLES

Most Popular