Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsMaharashtra Political Crisis: ঔরঙ্গাবাদের নাম বদলে সম্ভাজিনগর নিয়ে মহারাষ্ট্র কংগ্রেস দোটানায়

Maharashtra Political Crisis: ঔরঙ্গাবাদের নাম বদলে সম্ভাজিনগর নিয়ে মহারাষ্ট্র কংগ্রেস দোটানায়

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: মধ্য মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের নাম বদলে সম্ভাজিনগর করার প্রস্তাব নিয়ে এবার ফাঁপরে পড়েছে কংগ্রেস এবং শরদ পাওয়ারের এনসিপি। মহারাষ্ট্র কংগ্রেস এখনও পর্যন্ত মনস্থির করতে পারছে না। বিরাট দোলাচলে পড়েছে তারা। বুধবারের মন্ত্রিসভা বৈঠকে এই নাম বদলের প্রস্তাব নিয়েই আলোচনা হওয়ার কথা। তার আগে দলীয় অবস্থান নিয়ে কংগ্রেস দিশেহারা। তারা যদি এই বৈঠকে উপস্থিত থাকে, তাহলে মানুষ বুঝবে কংগ্রেস এই প্রস্তাবের পক্ষে রয়েছে। অপরদিকে, তারা যদি বৈঠকে গরহাজির থাকে, তাহলে শিবসেনা ও সম্ভাজি-ভক্তদের কাছে এই বার্তা পৌঁছবে যে, কংগ্রেস এই প্রস্তাবের বিরুদ্ধে। সব মিলিয়ে রাজ্য কংগ্রেস আতান্তরে পড়েছে।

শিন্ডে-বাহিনীর দাপটে উদ্ধব ঠাকরে সরকার এখন খাদের কিনারে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় সরকার বাঁচাতে উদ্ধবের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন সোনিয়া এবং পাওয়ার দুজনেই। কিন্তু, ঔরঙ্গাবাদের নাম বদলে সম্ভাজিনগর করার ব্যাপারে দু-দলেরই রাজনৈতির বাধ্যবাধকতা রয়েছে। তাই শিবসেনার প্রস্তাবে রাজি হওয়া অত সহজ নয়। অন্যদিকে, শিন্ডে গোষ্ঠীর প্রথম থেকেই উদ্ধবের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি এমভিএ সরকারের মুখ্যমন্ত্রী পদ টিকিয়ে রাখতে বালাসাহেব ঠাকরের নীতি-আদর্শকে বিসর্জন দিয়েছেন। ফলে, শিন্ডে গোষ্ঠীর কাছে আচমকা হিন্দুত্বের বার্তা তুলে ধরতে ঔরঙ্গাবাদের নাম বদলের প্রস্তাব কবর খুঁড়ে তুলে এনেছেন শিবসেনা প্রধান। মুসলিম ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে, তা নিয়েই দোনামনায় পড়ে গিয়েছে কংগ্রেস।

আরও পড়ুন: Jama Masjid: রাজস্থানের বর্বরোচিত ঘটনার নিন্দায় সরব জামা মসজিদের শাহি ইমাম

রাজ্যের পরিবহণ মন্ত্রী শিবসেনা নেতা অনিল পরব ঔরঙ্গাবাদের নাম বদলে সম্ভাজিনগর করে দেওয়ার দাবি তুলেছেন। তা নিয়েই বৈঠকে বসতে চলেছে মন্ত্রিসভা। ফলে, আপাতত হিন্দুত্ব ঘেঁষা শিবসেনা, এটা প্রমাণ করতে উদ্ধব শিবির মরিয়া। ঔরঙ্গাবাদ হল ভারতের একটি প্রাচীন শহর। যার পাশেই অবস্থিত বিখ্যাত অজন্তা গুহা। আনুমানিক ১৬১০ সালে এই শহরের পত্তন হয়। প্রথমে এর নাম ছিল খাডকি। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য বিজয়ের পর নাম বদলে ঔরঙ্গাবাদ করেন শাহেনশা নিজেই। এটাই হয় তাঁর দক্ষিণ ভারতের রাজধানী। এখানেই জীবনের শেষ জীবন কাটিয়েছেন ঔরঙ্গজেব। শুধু তাই নয়, শিবাজি-পুত্র সম্ভাজিকে নির্যাতন করে খুন করা হয় এই শহরেই।

১৯৮৮ সালে শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরে ঘোষণা করেন এই শহরের নাম পরিবর্তন করে সম্ভাজিনগর করা হবে। তিনিই প্রথম ধ্বনি তোলেন ‘খান ইয়া বান’ (তির-ধনুক, যা শিবসেনার প্রতীক)। ১৯৯৫ সালে ঔরঙ্গাবাদ পুরসভা প্রথম সরকারিভাবে নাম বদলের একটি প্রস্তাব গ্রহণ করে। এরপর মনোহর যোশির আমলে একটি বিজ্ঞপ্তিও জারি হয়। কিন্তু, কংগ্রেস-এনসিপি সরকার এসে সেই বিজ্ঞপ্তি তুলে নেয়। ফের দেবেন্দ্র ফড়নবীশ মুখ্যমন্ত্রী হয়ে ওই বিজ্ঞপ্তি নতুন করে জারি করেন। সে কারণে দীর্ঘদিন ধরেই ঔরঙ্গাবাদের নাম বদলের বিতর্ক চলছে। কিন্তু, এখন সরকার বদলের মুখে খড়কুটোর মতো নতুন করে ঔরঙ্গাবাদের নাম বদলের রাজনীতির জল কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Election | মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে অবাধ নির্বাচনের লক্ষে আঁটসাঁট নিরাপত্তা, দেখুন ভিডিওতে
09:32
Video thumbnail
Loksabha Eledction 2024 | মালদহ উত্তর ও মালদহ দক্ষিণে ভোটের কী পরিস্থিতি দেখুন ভিডিওতে সরাসরি
04:48
Video thumbnail
Loksabha Eledction 2024 | আজ তৃতীয় দফার ভোটে মালদহে কী পরিস্থিতি দেখুন ভিডিওতে সরাসরি
03:51
Video thumbnail
Lok Sabha Election 2024 | মুর্শিদাবাদের হরিহরপাড়ায় কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি
06:17
Video thumbnail
Lok Sabha Election 2024 | ভোট শুরু হতেই ইভিএম খারাপ–বোমাবাজি–মারধর, তপ্ত মুর্শিদাবাদ
15:23
Video thumbnail
Eledction 2024 | তৃতীয় দফা ভোটে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে কোথায় কী পরিস্থিতি দেখুন ভিডিওতে
08:38
Video thumbnail
Lok Sabha Election 2024 | গুজরাটের গান্ধীনগর কেন্দ্রে মোদির সঙ্গে ভোট দিতে এলেন শাহ, দেখুন ভিডিওতে
02:07
Video thumbnail
Election 2024 | মালদা-মুর্শিদাবাদের ৪ কেন্দ্রে ভোটগ্রহণ, অবাধ নির্বাচনের লক্ষে আঁটসাঁট নিরাপত্তা
13:22
Video thumbnail
Loksabha Eledction 2024 | তৃতীয় দফা ভোটে কেন্দ্রগুলিতে কড়া নজরদারি কেন্দ্রীয় বাহিনীর
03:12
Video thumbnail
Eledction 2024 | চার আসনে মধ্যে মালদহ উত্তর ও মালদহ দক্ষিণে ভোটের কোথায় কী পরিস্থিতি দেখুন ভিডিওতে
17:21