Placeholder canvas

Placeholder canvas
HomeদেশJama Masjid: রাজস্থানের বর্বরোচিত ঘটনার নিন্দায় সরব জামা মসজিদের শাহি ইমাম

Jama Masjid: রাজস্থানের বর্বরোচিত ঘটনার নিন্দায় সরব জামা মসজিদের শাহি ইমাম

Follow Us :

নয়াদিল্লি: মঙ্গলবার উদয়পুরের ধানমাণ্ডিতে সবার সামনে গলায় কোপ মেরে খুন করা হয় কানাইয়া লাল নামে এক ব্যক্তিকে৷ নৃশংস খুনের ঘটনায় অভিযুক্ত রিয়াজ আখতারি ও গউস মহম্মদকে গ্রেফতার করে রাজস্থান পুলিস৷ তারপরই বর্বরোচিত ওই ঘটনার নিন্দায় দিল্লির জামা মসজিদের তরফে বিবৃত দিলেন শাহি ইমাম সইদ আহমেদ বুখারি৷ বুধবার তিনি বলেন, এই ধরনের ঘটনা কাপুরুষোচিতই নয়, অ-ইসলামিক, বেআইনি এবং অমানবিক৷ ইসলাম কখনওই এমন কাজকে অনুমোদন দেয় না৷ ভারতের মুসলিম সমাজের তরফে আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি৷

ইতিমধ্যে খুনের ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে এনআইএ৷ গতকাল স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে এনআইএ-র চারজনের দল উদয়পুর পৌঁছে গিয়েছে৷ স্বামীর হত্যার পরই কানাইয়া লালের স্ত্রী দোষীদের ফাঁসিকাঠে ঝোলানোর দাবি তুলেছেন৷ তিনি বলেন, ‘আমরা ওদের মৃত্যুদণ্ড চাই৷ তবেই সঠিক বিচার হবে৷’ খুনের ঘটনাটিকে সন্ত্রাসমূলক কার্যকলাপ হিসেবেই দেখছে এনআইএ৷ কানাইয়ার খুনের পরই কংগ্রেস এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে তরজা৷ বিজেপির রাজ্যসভার সাংসদ রাজ্যবর্ধন সিং রাঠোর বলেন, ‘এই জঙ্গি হামলার সম্পূর্ণ দায় রাজস্থান সরকারের৷ রাজস্থানে আকছার ঘটছে এমন ঘটনা৷ জেহাদি সংগঠনগুলি রাজ্যে ডালপালা বিস্তার করছে৷ আর রাজ্য সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের উস্কানি দিচ্ছে৷’

যদিও খুনের কয়েকঘণ্টার মধ্যে দোষীদের দ্রুত গ্রেফতার করায় পাঁচ পুলিসকর্মীর পদোন্নতির সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান সরকার৷ তেজপাল, নরেন্দ্র, শৌকত, বিকাশ এবং গৌতম নামে ওই পাঁচ পুলিসকর্মীর পদোন্নতির কথা ঘোষণা করেন স্বয়ং মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷ পাঁচ পুলিসকর্মীর পদোন্নতিতে রাজ্য সরকার বুঝিয়ে দিল, বিজেপি যতই সমালোচনা করুক না কেন, রাজস্থান পুলিসের কাজে সরকার খুশি৷ কিন্তু এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে পুলিসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন মৃতের ছেলে তরুণ৷ তিনি বলেন, ‘বাবা ভুল করে একটি আপত্তিকর কমেন্ট সোশাল মিডিয়ায় পোস্ট করে ফেলেছিল৷ সেই জন্য পুলিস তাকে গ্রেফতার করে৷ পরে বাবা জামিনে ছাড়া পায়৷ কিন্তু ছাড়া পাওয়ার পর থেকে প্রতিদিন হুমকি ফোন পেত৷ পুলিসের কাছে অভিযোগ জানানো হয়েছিল৷ কিন্তু পুলিস কোনও ব্যবস্থা নেয়নি৷ সময়মতো ব্যবস্থা নিলে বাবা আজ বেঁচে থাকত৷’

অন্যদিকে, কানাইয়া লালের খুনের পাল্টা প্রতিক্রিয়ায় রাজ্যের আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেদিকে সর্তক নজর রয়েছে পুলিস ও প্রশাসনের৷ এক মাস রাজ্যে জারি করা হয়েছে ১৪৪ ধারা৷ প্রশাসনিক প্রধান হিসেবে অশোক গেহলট যেভাবে ঘটনাটি সামলেছেন তাতে খুশি কংগ্রেস৷ দলের নেতা মল্লিকার্জুন খাড়গে জানান, উদয়পুরের ঘটনা নিন্দনীয়৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী দ্রুত ব্যবস্থা নিয়েছেন৷ ২-৩ ঘণ্টার মধ্যে দোষীরা ধরা পড়েছে৷ এমন ঘটনার পরেও রাজস্থান শান্ত এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে৷

আরও পড়ুন: Udaipur Murder: উদয়পুরে তদন্ত শুরু এনআইএ-র, নতুন করে মামলা

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলার ৪২ | ডায়মন্ড হারবারে কোন দল এগিয়ে?
00:00
Video thumbnail
আজকে (Aajke) | গুজরাতে ৯ শিশু সহ ৩৩ জনের পুড়ে মারা যাওয়া ইউটিউবার প্রতিবাদীদের চোখ এড়িয়ে গেল কেন?
00:00
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar | মোদি–শাহ চলে যাবেন, রেখে যাবেন এক বিভক্ত সমাজ, এক বিধ্বস্ত অর্থনীতি
00:00
Video thumbnail
Train Derailed | লিলুয়াতে লাইনচ্যুত লোকাল ট্রেন বড় দুর্ঘটনা থেকে রক্ষা
02:07:11
Video thumbnail
মার্কেট কাঁপাচ্ছে স্মার্ট গ্র্যাজুয়েট দিদি, দেখুন ভিডিও
01:13:20
Video thumbnail
বাংলার ৪২ | ডায়মন্ড হারবারে কোন দল এগিয়ে?
05:45
Video thumbnail
আজকে (Aajke) | গুজরাতে ৯ শিশু সহ ৩৩ জনের পুড়ে মারা যাওয়া ইউটিউবার প্রতিবাদীদের চোখ এড়িয়ে গেল কেন?
11:38
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar | মোদি–শাহ চলে যাবেন, রেখে যাবেন এক বিভক্ত সমাজ, এক বিধ্বস্ত অর্থনীতি
14:42
Video thumbnail
Politics | পলিটিক্স (28 May, 2024)
12:26
Video thumbnail
Tejashwi Yadav | তেজস্বী যাদবের বড় ঘোষণা, ফের কি শিবির বদলের সম্ভাবনা?
00:53