Placeholder canvas

Placeholder canvas
Homeদেশআজ কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আজ কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আজ কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।  গুজরাটের (Gujarat) আনন্দে আয়োজিত কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণের জাতীয় সম্মেলনে (National Summit on Agro and Food Processing) বৃহস্পতিবার ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  আর এই কনফারেন্সের মাধ্যমেই কৃষকদের সঙ্গে কথা বলবেন তিনি। শুনবেন তাঁদের সমস্যার কথা। 

প্রধানমন্ত্রীর দফতর (PMO)-এর তরফে একটি টুইট করে থেকে জানানো হয়েছে, মূলত প্রাকৃতিক চাষের বিষয় কৃষকদের বোঝানোর জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। কৃষকদের বোঝানো হবে কীভাবে প্রাকৃতিক চাষ করতে হয় এবং এই চাষ করলে লাভ কী রয়েছে। এই সম্মেলনে পাঁচ হাজারেরও বেশি কৃষক অংশ নিয়েছেন। এছাড়াও আরও হাজার হাজার কৃষক সারা দেশ থেকে ভার্চুয়ালি যোগদান করেছেন। তিন দিন ধরে চলবে গুজরাত সরকার দ্বারা আয়োজিত এই সম্মেলন। এটি শুরু হয়েছে ১৫ ডিসেম্বরে। সম্মেলনের দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার বেলা ১১টায় এই জাতীয় সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সরকার কৃষিকে অত্যাধুনিক করতে এবং কৃষকদের আয় বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই প্রাকৃতিক চাষ কৃষকদের প্রযুক্তির উপর নির্ভরতা কমিয়ে দেবে। ফলে, কমে যাবে চাষের খরচও। একইসঙ্গে কৃষকদের উৎপাদনও বাড়াবে। যে উৎপাদিত পণ্য বিক্রি করে সর্বাধিক পরিমাণ আয় করতে পারবেন কৃষকরা। এই বিষয়টি সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে কৃষকদের কাছে।

আরও পড়ুন – Money laundering: অপব্যবহারে গুরুত্ব হারাচ্ছে PMLA, সুপ্রিম তোপে ইডি

শীতকালীন অধিবেশন মোট ২৬টি নতুন বিল এই অধিবেশনে আনতে চলেছে মোদি সরকার৷ তালিকার ২৫ নম্বরে ছিল ‘কৃষি আইন প্রত্যাহার বিল ২০২১’৷ ২০২০ সালের সেপ্টেম্বর মাসে তিন কৃষি বিল সংসদে আনা হয়৷ এক প্রকার জোর করে পাস করিয়ে নেওয়া হয়৷ তার পরই রাষ্ট্রপতির সাক্ষর করে আইনে পরিণত করা হয়৷ 

প্রথম থেকেই এই বিল বা পরবর্তীতে আইনের বিরুদ্ধে দেশ জুড়ে তুমুল কৃষক আন্দোলন শুরু করে৷ শেষ পর্যন্ত তীব্র আন্দোলনের চাপে তিন কৃষি আইন বাতিল করতে বাধ্য হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  শীতকালীন অধিবেশনের (Winter Session 2021) প্রথম দিনই লোকসভায় পেশ হয় কৃষি আইন প্রত্যাহার বিল৷ পেশ হওয়ার চার মিনিটের মধ্যে বিলটি পাশ হয়ে যায়৷ আর এই বিল প্রত্যাহারের পর এই প্রথমবার কৃষকদের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Abhishek Banerjee | ঘাটালে দেবের প্রচারে অভিষেক, নাম না করে হিরণকে আক্রমণ
03:05
Video thumbnail
Contai | কাঁথির বালিসাইতে বিজেপির উপর 'হামলা', মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ
01:48
Video thumbnail
ED | ফের প্রশ্নের মুখে ইডির ভূমিকা, বিরোধীশূন্য সরকার গড়তেই কি ইডি-তাস বিজেপির?
02:29
Video thumbnail
বাংলার ৪২ | ঝাড়গ্রামে এগিয়ে কোন দল?
06:34
Video thumbnail
Abhijit Ganguly | কমিশনে উত্তর দেব, মুখ্যমন্ত্রীর দাম নিয়ে 'কুকথা' অভিজিতের
02:56
Video thumbnail
Somenath Shyam | 'শান্তি ফেরাতে হলে পার্থকে ভোট দিতেই হবে', কলকাতা টিভির মুখোমুখি সোমনাথ শ্যাম
05:06
Video thumbnail
Suvendu Adhikari | 'মামলা, হামলা করে পার পাবে না তৃণমূল', কাঁথিতে পুলিশকে হুমকি শুভেন্দুর
06:49
Video thumbnail
Tapas Roy | বরানগরে বিজেপির সভায় ধুন্ধুমার, তাপস রায়কে 'গো ব্যাক' স্লোগান
04:36
Video thumbnail
Loksabha Election | এবার ভোটেও শুরু হল পুরস্কার প্রদান, সুস্থ রাজনৈতিক সংস্কৃতির লক্ষ্যে পুরস্কার
01:08
Video thumbnail
Baranagar BJP | বরানগরে বিজেপির সভায় ধুন্ধুমার, বিজেপি-তৃণমূল হাতাহাতি, ধস্তাধস্তি
06:53