Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকঅজানা নিউমোনিয়ায় আক্রান্ত উত্তর চিন, উদ্বেগ প্রকাশ WHO- এর

অজানা নিউমোনিয়ায় আক্রান্ত উত্তর চিন, উদ্বেগ প্রকাশ WHO- এর

Follow Us :

নয়াদিল্লি: করোনা ধাক্কা পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে নিউমোনিয়া। উত্তর চিনে বহু শিশু আতঙ্ক এই রোগে। যার কারনে মূলত শ্বাসকষ্টে ভুগছে শিশুরা। WHO সূত্রে খবর, এর মূলে রয়েছে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা H9N2 ভাইরাস। যা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ নিয়ে এবার মুখ খুলল ভারত।

শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, ভারত যেকোনও জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত । বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদিও জানাচ্ছে, এই রোগ একজনের থেকে অন্যজনের মধ্যে ছড়ানোর সম্ভাবনা কম। এতে মৃত্যুর হারও কম। তবুও প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিয়ে রাখছে ভারত।

আরও পড়ুন: কাতারে ৮ প্রাক্তন নৌসেনার মৃত্যুদণ্ড রদের আর্জি গৃহীত আদালতে

যদিও এনিয়ে চিনা প্রশাসন WHO-কে জানিয়েছে, উদ্বেগের কোনও কারণ নেই। কারণ এই নিউমোনিয়া নতুন কোনও প্যাথোজেন বা কোনও নভেল ভাইরাসের মাধ্যমে ছড়ায়নি। সাধারণ জীবাণুর প্রকোপেই শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে।

এদিকে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, করোনার সময় গোটা বিশ্বে চিকিৎসাব্যবস্থায় যে সংকটের পরিস্থিতি তৈরি হয়েছিল, বর্তমানে চিনের কিছু কিছু এলাকার হাসপাতালে ‘অজানা’ এই নিউমোনিয়ার (Pneumonia) জেরে একই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই রোগে মূলত শিশুরা আক্রান্ত হলেও ছাড় পাচ্ছেন না বড়রা। এবং চিনের তরফে কোনও সতর্কতা জারি না হলেও, খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ।

দেখুন আরও খবর:

RELATED ARTICLES

Most Popular