skip to content
Thursday, June 13, 2024

skip to content
Homeদেশসোমবার থেকে সবার জন্য খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের দরজা

সোমবার থেকে সবার জন্য খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের দরজা

Follow Us :

ভুবনেশ্বর: ১৬ অগস্টই খুলে গিয়েছিল পুরীর জগন্নাথ দেবের মন্দির৷ তবে শুধুমাত্র স্থানীয়রা ঢোকার অনুমতি পেয়েছিলেন৷ আজ ২৩ অগস্ট সোমবার থেকে পুরীর বাইরের দর্শনার্থীদের জন্য খুলে গেল জগন্নাথ মন্দিরের দরজা৷ তবে মন্দিরে ঢুকতে গেলে মানতে হবে অনেক নিয়ম৷ তৈরি করা হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম৷

মন্দিরে ঢুকতে গেলে যে নিয়ম ভক্তদের মানতে হবে তা হল:

  • মন্দিরের ভেতর ও বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক৷
  • মন্দিরে ঢোকার আগে হাত স্যানিটাইজ করতে হবে৷
  • কোভিড প্রোটোকল মেনে শারীরিক দুরত্ব বজায় রাখতে হবে৷
  • মন্দিরের ভেতর ফুল, প্রদীপ নিয়ে ঢোকা যাবে না৷ করা যাবে না ভোগ প্রদান৷ প্রবেশের মুখে বড় পাত্র রাখা থাকবে৷ সামগ্রীগুলি সেখানে দান করতে পারবেন ভক্তরা৷ মন্দিরের কোনও বিগ্রহ স্পর্শ করতে নিষেধ করা হয়েছে৷
  • মন্দির চত্বরে পান বা তামাক জাতীয় কিছু খাওয়া চলবে না৷ যত্রতত্র থুতু ফেললেই ৫০০ টাকা জরিমানা করা হবে৷
  • পলিব্যাগ নিয়ে মন্দিরে ঢোকা নিষিদ্ধ৷ এ জন্য ১০০ টাকা জরিমানা হতে পারে৷
  • বিশেষ ভাবে সক্ষমদের মন্দিরে প্রবেশের জন্য আলাদা লাইন থাকবে৷
  • সকাল সাতটা থেকে মন্দিরের উত্তর-পূর্ব অংশ দিয়ে ভেতরে ঢুকতে পারা যাবে৷
  • সকল পুণ্যার্থীদের কোভিড টিকাকরণের দ্বিতীয় শংসাপত্র দেখাতে হবে৷ দুটো টিকা না নেওয়া থাকলে সেক্ষেত্রে কোভিড নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে৷
  • আধার কার্ড বা ভোটার কার্ড সঙ্গে রাখতে হবে৷
  • সিংহদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ ও দর্শনের পর উত্তরাদ্বার দিয়ে বেরিয়ে যেতে হবে ভক্তদের৷ সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ভগবান দর্শন করা যাবে৷
  • প্রতি সপ্তাহে শনি ও রবিবার বন্ধ থাকবে মন্দির৷ কারণ ওই দু’দিন পুরীতে লকডাউন থাকে৷

RELATED ARTICLES

Most Popular