Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsরেবন্ত রেড্ডিই তেলঙ্গানার মুখ্যমন্ত্রী: রাহুল

রেবন্ত রেড্ডিই তেলঙ্গানার মুখ্যমন্ত্রী: রাহুল

বৃহস্পতিতে শপথ

Follow Us :

হায়দরাবাদ ও নয়াদিল্লি: অনুমুলা রেবন্ত রেড্ডিকেই (Revanth Reddy) তেলঙ্গানার (Telangana) মুখ্যমন্ত্রী বেছে নিল কংগ্রেস (Congress)। দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এক সাংবাদিক সম্মেলনে বলেন, ৭ ডিসেম্বর, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন রেড্ডি। কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতিকে হারিয়ে তেলঙ্গানায় কংগ্রেসকে জেতানোর অন্যতম কান্ডারি রেড্ডি ছিলেন গান্ধী পরিবারের প্রথম পছন্দ। মঙ্গলবার এক বৈঠকের পর দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে নয়, প্রাক্তন সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) সন্ধ্যায় জানান, সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। রেবন্ত রেড্ডিকেই শীর্ষ পদের জন্য বাছাই করেছে দল।

তারপরেই দলের ডাকে নেতৃত্বের সঙ্গে দেখা করতে রেবন্ত রেড্ডি রাজধানী দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। এদিন দিল্লিতে রাহুল গান্ধী, খাড়্গে এবং সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালসহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এক বৈঠকে তাঁর নাম ঠিক করেন। রীতি অনুযায়ী আনুষ্ঠানিক ঘোষণার আগে হায়দরাবাদে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে রেড্ডির নামে সিলমোহর দেবেন বিধায়করা। দলীয় সূত্রে জানা গিয়েছে, ৬৪ জন নবনির্বাচিত বিধায়কের মধ্যে ৪২ জনই রেড্ডি অনুগামী।

আরও পড়ুন: ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ইন্ডিয়া জোটের বৈঠক

কর্নাটকের পর এবার তেলঙ্গানায় সরকারি দলকে উৎখাত করে অভূতপূর্ব সাফল্য অর্জন করলেও মুখ্যমন্ত্রীর কুর্সির জন্য কংগ্রেসের অন্দরে ‘বিদ্রোহ’ দানা বেঁধেছিল। হাইকমান্ডের পছন্দের তালিকার শীর্ষে রাজ্য কংগ্রেস সভাপতি রেবন্ত রেড্ডি থাকলেও বেশ কয়েকজন দাবিদার তাতে আপত্তি জানিয়েছিলেন। শুধু তাই নয়, এই ভোটে জয় হাসিল করার মূল কারিগর হলেও এই কারণেই রেবন্ত রেড্ডির শপথগ্রহণ অনুষ্ঠান পিছিয়ে গিয়েছিল।

সকলেরই নজর রেড্ডির দিকে এবং গান্ধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ও নেকনজরে থাকলেও জাতপাতের বিচারে অন্য দাবিদারদের বক্তব্য ফেলতে পারছিল না হাইকমান্ড। তাছাড়া, তেলঙ্গানার (পূর্বতন অন্ধ্রপ্রদেশ) কংগ্রেসি রাজনীতিতে রেড্ডি নবাগত। বিভিন্ন দল ঘুরে কংগ্রেসে এসেই গুরুদায়িত্ব দিয়েছে তাঁকে দল। এনিয়েও অনেকের মধ্যে ক্ষোভ রয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, কংগ্রেস রেবন্ত রেড্ডির নামই ঠিক করেছে। যা নিয়ে অন্য প্রবীণ নেতাদের প্রবল আপত্তি রয়েছে। মূল কারণ, অবিভক্ত অন্ধ্রপ্রদেশের মেহবুবনগরে ১৯৬৯ সালে জন্ম তাঁর। সেই হিসেবে অনেকের থেকেই তিনি নবীন। ছাত্র রাজনীতিতে হাতেখড়ি হয় বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে। পরে তিনি যোগ দেন প্রবল কংগ্রেস-বিরোধী এবং দিল্লির গদি থেকে কংগ্রেস হটাও জোটের অন্যতম প্রবক্তা চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টিতে। ২০০৯ সালে টিডিপি-র টিকিটে কোড়াঙ্গল থেকে বিধায়ক নির্বাচিত হন। ২০১৪-তে তেলুগু দেশমের পরিষদীয় নেতা নির্বাচিতও হন।

এরপর রাজ্য রাজনীতিতে ঢেউ বদলের সময় তিনিও কংগ্রেসে ভিড়ে যান ২০১৭ সালে। অর্থাৎ কংগ্রেসি রাজনীতিতে তিনি মাত্র ৬ বছর এসেছেন। পরের বছর তাঁকে প্রার্থী করা হলেও বিধানসভা ভোটে তিনি হেরে যান। তা সত্ত্বেও কংগ্রেস রেবন্তের উপর আস্থা হারায়নি। ২০১৯ সালের লোকসভা ভোটে তাঁকে মালকাজগিরি থেকে প্রার্থী করে এবং তিনি জেতেন। তার দুবছর পরেই অর্থাৎ ২০২১ সালে তাঁর উপর প্রদেশ কংগ্রেসের দায়িত্ব তুলে দেয় হাইকমান্ড।

এইভাবে রেবন্ত রেড্ডির কপাল খুলে গেলেও রাজ্যের বেশ কয়েকজন প্রবীণ নেতার দাবিতে ফের দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল। কংগ্রেসের দলনেতা হিসেবে তাঁকে মানতে অস্বীকার করেছেন অনেকেই। যে কারণে তাঁর শপথগ্রহণ পর্ব আটকে গিয়েছে। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আগামিকাল বুধ অথবা বৃহস্পতিতে শপথ অনুষ্ঠান হতে পারে।

কংগ্রেস নেতা উত্তমকুমার রেড্ডি, মাল্লু ভাট্টি বিক্রমার্ক, শ্রীধর বাবু এবং কোমাতি রেড্ডি ভাইরা মুখ্যমন্ত্রীর কুর্সির দাবি জানান এবং রেবন্ত রেড্ডিকে নেতা হিসেবে মানতে অস্বীকার করেন। হাইকমান্ড জানিয়ে দিয়েছে, কর্নাটকের ফর্মুলায় তাঁদের উপ মুখ্যমন্ত্রী পদ কিংবা শাঁসালো কোনও পদ দেওয়া হতে পারে। তবে ঘুরিয়ে-ফিরিয়ে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব নাকচ করে দিয়েছে ১০ জনপথ। রবিবার ভোটের ফল বেরলেও ৬৪ জন বিধায়কের মধ্যে মতানৈক্য দেখা দেওয়াতেই শপথ অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Politics | পলিটিক্স (13 May, 2024)
13:20
Video thumbnail
Beyond Politics | দেখে নিন ভিডিওতে
07:56
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | বর্ধমান-দুর্গাপুরে তুলকালাম, বিক্ষোভ, ভাঙচুর, কমিশনে ভূরি ভূরি নালিশ
33:43
Video thumbnail
Lok Sabha Election | সাঁইথিয়ায় বিজেপির 'দাদাগিরি', তৃণমূল-বিজেপি বচসা, হাতাহাতি
15:17
Video thumbnail
Mumbai Dust Storm | ধুলো ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত মুম্বই, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশাল হোর্ডিং
01:39
Video thumbnail
Sandeshkhali News | সন্দেশখালিতে তৃণমূল নেতাদের বাড়িতে হামলার ঘটনায় ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজত
02:01
Video thumbnail
Loksabha Election 2024 | চতুর্থদফা ভোট নিয়ে কী বললেন শত্রুঘ্ন সিনহা, দেখুন ভিডিও
00:00
Video thumbnail
Narod Narod (নারদ নারদ) | কেতুগ্রামে ভোটের আগে, বোমা মেরে, কুপিয়ে খুন তৃণমূল কর্মীকে
16:14
Video thumbnail
Dilip Ghosh | মন্তেশ্বরে দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান
00:00
Video thumbnail
Durgapur News | তৃণমূলের অস্থায়ী ক্যাম্প ভাঙচুর! কাঠগড়ায় বিজেপি-সিপিএম
05:16