Placeholder canvas

Placeholder canvas
HomeScrollকোন দল কত বন্ড কবে কিনেছে, সুপ্রিম কোর্টে হলফনামায় জানাল এসবিআই
SBI

কোন দল কত বন্ড কবে কিনেছে, সুপ্রিম কোর্টে হলফনামায় জানাল এসবিআই

৪ বছরে ২২ হাজার ২১৭টি নির্বাচনী বন্ড কিনেছে রাজনৈতিক দলগুলি

Follow Us :

নয়াদিল্লি: ২০১৯ সালের ১ এপ্রিল থেকে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে ২২ হাজার ২১৭টি নির্বাচনী বন্ড কিনেছে বিভিন্ন রাজনৈতিক দল। এ কথা জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্কের চেয়ারম্যান দীনেশ কুমার খাড়া বুধবার সু্প্রিম কোর্টে যে হলফনামা পেশ করেছেন, তাতেই এই তথ্য উঠে এসেছে। কোন তারিখে কত টাকার বন্ড কোন কোন রাজনৈতিক দল কিনেছে, সে ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে ওই হলফনামায়। শুধু তাই নয়, কোন বন্ড কবে ভাঙা হয়েছে, কোন দল কত টাকার বন্ড ভাঙিয়েছে, তাও জানিয়েছে ব্যাঙ্ক।

আরও পড়ুন: মনীশ সিসোদিয়ার জেল মেয়াদ বাড়ল

গত ১১ মার্চ শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ স্টেট ব্যাঙ্ককে এই সব তথ্য জমা দিতে বলেছিল। তার আগে এসবিআই কর্তৃপক্ষ জুন মাস পর্যন্ত সময় চেয়েছিল তথ্য দেওয়ার জন্য। কিন্তু সুপ্রিম কোর্ট সময় দিতে রাজি হয়নি। তারা বলে, ১২ মার্চই এসবিআইকে নির্বাচন কমিশনের হাতে বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য তুলে দিতে হবে।

গত ১৫ ফেব্রুয়ারি ওই সাংবিধানিক বেঞ্চ নির্বাচনী বন্ডকেই অবৈধ এবং অসাংবিধানিক বলে ঘোষণা করে। এর আগে একাধিক রাজনৈতিক দল এবং কিছু বেসরকারি সংস্থা নির্বাচনী বন্ডের বিরুদ্ধে মামলা করে। সেই মামলা দীর্ঘদিন ধরে চলে। অবশেষে ১৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে অবৈধ বলে জানায়। সূত্রের খবর, বন্ডের মাধ্যমে সবচেয়ে বেশি টাকা পেয়েছে বিজেপি, দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস, তৃতীয় স্থানে রয়েছে আঞ্চলিক দল তৃণমূল। ওই মামলায় যুক্ত ছিল সিপিএমও।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular