Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsBulldozer: উত্তরপ্রদেশে এসপি বিধায়কের বেআইনি পেট্রল পাম্প গুড়িয়ে দিল বরেলি উন্নয়ন পর্ষদ

Bulldozer: উত্তরপ্রদেশে এসপি বিধায়কের বেআইনি পেট্রল পাম্প গুড়িয়ে দিল বরেলি উন্নয়ন পর্ষদ

Follow Us :

বরেলি: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ‘উস্কানিমূলক মন্তব্য’ দেওয়ার জন্য এসপি বিধায়কের বিরুদ্ধে মামলা করে পুলিস। আর সেই মামলার কয়েকদিন পরে আজ, বৃহস্পতিবার সমাজবাদী পার্টির বিধায়ক শাজিল ইসলাম আনসারির বেআইনি পেট্রল পাম্পকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল। বরেলি-দিল্লি জাতীয় সড়কের পারসাখেদাতে জ্বালানি স্টেশন ভেঙে ফেলে বরেলি উন্নয়ন পর্ষদ।

বিডিএ ভাইস চেয়ারম্যান যোগেন্দ্র সিং বলেন, শাজিল ইসলাম আনসারির পেট্রল পাম্পটি প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই তৈরি করা হয়েছিল। তাঁকে ইতিমধ্যে নোটিস দেওয়া হয়েছে। কিন্তু নোটিসের কোনও উত্তর পাওয়া যায়নি।

কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী আদিত্যনাথের বিরুদ্ধে এক মন্তব্যের জন্য বিরোধী বিধায়কের বিরুদ্ধে বরেলির বারাদারি থানায় একটি এফআইআর দায়ের করা হয়। তাতে লেখা হয়, শুক্রবার তাঁর নির্বাচনী এলাকায় দলীয় কর্মীদের সম্বোধন করে, আনসারি বলেন, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পরে ইউপি হাউসে তাঁর দলের শক্তি বেড়েছে। আদিত্যনাথ এখনে কোনও “গোলমাল” করলে সমাজবাদী পার্টির বন্দুকে “গুলি চলে, ধোঁয়া নয়”। তাঁর এই মন্তব্যে বিতর্ক শুরু হতেই বিধায়কের দাবি তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে।

আরও পড়ুন-Midnapore: মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজে ক্ষমতা দখল নিয়ে তৃণমূলের ছাত্র পরিষদের কোন্দল

আনসারি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, উত্তরপ্রদেশে বিরোধীরা এখন আগের চেয়ে অনেক শক্তিশালী এবং বিধানসভায় আদিত্যনাথকে শক্তভাবে জবাব দেবে।, যেমন বন্দুকের গুলি চলে, ধোঁয়া নয়। হিন্দু যুব বাহিনীর জেলা ইনচার্জ অনুজ ভার্মার অভিযোগের ভিত্তিতে পুলিস এসপির জেলা সহ-সভাপতি সঞ্জীব কুমার সাক্সেনা এবং আরও কয়েকজনের বিরুদ্ধে এফআইআর করেছে।

এফআইআরে হুমকি দেওয়া, শান্তি বিঘ্নিত করা এবং দাঙ্গা উসকে দেওয়ার উদ্দেশ্যে উস্কানিমূলক মন্তব্য করা সংক্রান্ত ভারতীয় দণ্ডবিধির ধারায় অভিযুক্ত করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular