Placeholder canvas

Placeholder canvas
HomeদেশSidhu Moosewala: মুসেওয়ালা খুনের মূল অভিযুক্ত ক্যালিফোর্নিয়া থেকে আটক

Sidhu Moosewala: মুসেওয়ালা খুনের মূল অভিযুক্ত ক্যালিফোর্নিয়া থেকে আটক

Follow Us :

পঞ্জাব: পঞ্জাবের জনপ্রিয় গায়ক তথা সিধু মুসেওয়ালা খুনের মূল অভিযুক্তকে আটক করল ভারতীয় গোয়েন্দ সংস্থা। এনআইএ সূত্রে খবর, গ্যাংস্টার গোল্ডি ব্রারকে আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে আটক করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত ক্যালিফোর্নিয়া সরকারের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। সূত্রের খবর, ভারতীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং পঞ্জাব পুলিশের কাছে গোল্ডির আটক করার বিষয়ে খবর পাঠানো হয়েছে। কিছুদিন আগে মুসেওয়ালার বাবা এই গোল্ডির মাথার দাম ২ কোটি টাকার জন্য আবেদন জানায়।

ভারতীয় তদন্তকারী সূত্রের খবর, গোল্ডিকে খুব তাড়াতাড়ি ভারতে আনা হবে। মুসেওয়ালা খুনে দায় স্বীকার করেছিলেন গোল্ডি। আর তারপর থেকেই তাঁকে ধরতে তৎপর হয়ে ওঠে পঞ্জাব পুলিশ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি। এদিন তাকে আটক করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন অনেক।

আরও পড়ুন:Weather Update: গতবছরে শীতে বৃষ্টির থেকে শিক্ষা নিয়ে মাঠে কাটা ধান রাখতে চাইছেন না চাষীরা

প্রসঙ্গত, চলতি বছরের ২৯ মে পঞ্জাবের জনপ্রিয় র‌্যাপ গায়ক মুসেওয়ালাকে গুলি করে খুন করেন দুষ্কৃতীরা। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সদস্য অঙ্কিত সিরসা। গুলি চালানোর সময় সিধুর সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর এক তুতো ভাই ও বন্ধু। দু’জনেই গুরুতর আহত হন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, তাঁর শরীরে মোট ১৯টি গুলি লেগেছিল। গুলি লাগার বেশকিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। খুনের ঠিক একদিন আগেই সিধুর নিরাপত্তা ছেঁটে দেওয়ার অভিযোগ উঠেছিল পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে।

RELATED ARTICLES

Most Popular