Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাজাগো বাংলায় লিখে 'শাস্তি', অজন্তাকে সাসপেন্ড করল সিপিএম

জাগো বাংলায় লিখে ‘শাস্তি’, অজন্তাকে সাসপেন্ড করল সিপিএম

Follow Us :

কলকাতা: ‘জাগো বাংলা’য় লিখে সাসপেন্ড হলেন অজন্তা বিশ্বাস। তিন মাসের জন্য অনিল কন্যাকে সাসপেন্ড করল সিপিএম। তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’তে উত্তর সম্পাদকীয়তে তিনি কলম ধরেছিলেন। সেখানেই তিন নম্বর কিস্তিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লিখেছিলেন অজন্তা। এর পরেই তিনি দলের রোষে পড়েন।

আরও পড়ুন: মোদি সরকারের তিন নীতিতে দুর্বল হয়েছে অর্থনীতি: রাহুল গান্ধী

বাম নেত্রী হয়েও তৃণমূলের নেত্রীর প্রশংসা করে জাগো বাংলায় কেন লিখেছেন তার জবাব চায় দল। তিনি তাঁর উত্তর দেন। জানান, তিনি একজন ইতিহাসের অধ্যাপিকা। তাঁর গবেষণার বিষয় বঙ্গ রাজনীতিতে নারীশক্তি। সেই বিষয়টিই পত্রিকায় তুলে ধরেছিলেন। তাঁর এই উত্তরে সন্তুষ্ট হয়নি সিপিএম। দলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, এই কাজের জন্য তিরস্কার করা হবে অনিল কন্যাকে। মঙ্গলবার সকালে দলের তরফে জানানো হয় তাঁকে আগামী তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে।

আরও পড়ুন: পেগাসাস নিয়ে ১০ দিনের মধ্যে কেন্দ্রের কাছে জবাব চায় সুপ্রিম কোর্টের

বঙ্গ রাজনীতিতে নারীশক্তি নিয়ে বাসন্তী দেবী থেকে শুরু করে আরও অনেকের কথাই উল্লেখ করেছিলেন অনিল কন্যা। সেখানেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও লিখেছিলেন। সেই লেখা প্রকাশ হওয়ার পরই হইচই পড়ে যায় রাজনৈতিক মহলে। প্রয়াত অনিল বিশ্বাস সিপিএমের সাধারণ সম্পাদক ছিলেন। বেশ কয়েক বছর ধরে সিপিএমের মুখপত্র ‘গণশক্তি’র সম্পাদনাও করেছেন তিনি। তাঁর কন্যার এই আচরণ ভালোভাবে মেনে নেয়নি আলিমুদ্দিন।

RELATED ARTICLES

Most Popular