skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScroll১ মার্চ রাজ্যে আসছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
Central Force

১ মার্চ রাজ্যে আসছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

৭ মার্চ রাজ্যে আসবে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Follow Us :

কলকাতা: লোকসভা ভোট (Loksabha Vote) ঘোষণার আগেই এই রাজ্যে চলে আসছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সব ঠিক থাকলে ১ মার্চ রাজ্যে আসছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৭ মার্চ আসবে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এমনটাই শনিবার নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। এই পদক্ষেপকে বিরোধীরা স্বাগত জানালেও এর সমালোচনা করেছে তৃণমূল। ইতিমধ্যে জানা গিয়েছে, এবারের লোকসভা ভোটে এই রাজ্যে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। যা জম্মু ও কাশ্মীরের থেকেও বেশি।

ইতিমধ্যে রাজ্যে সব স্পর্শকাতর, সংবেদনশীল বুথের তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। গত লোকসভা নির্বাচনের (Loksabha Vote) দিন ঘোষণার পরে কেন্দ্রীয় বাহিনী এসেছিল। এবার রাজ্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে। আগামী ৪ মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

আরও পড়ুন: বান্ধবীকে আরও কাছে পেতেই ছেলেকে খুন কোন্নগরের শান্তার

৫ মার্চ পুলিশ প্রশাসন ও সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে ওই ফুল বেঞ্চ। সংবেদনশীল বুথের তালিকা খতিয়ে দেখতে গত লোকসভা ভোট ও বিধানসভা ভোটের পরিস্থিতিও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে সন্দেশখালি কাণ্ড নিয়ে উত্তপ্ত রাজনৈতিক মহল।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular