বহরমপুর: ফের বির্তকে জড়ালেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। মনোনয়ন (Nomination) পত্র জমা দেওয়ার পর জেলা প্রশাসনিক ভবনের বিভিন্ন ঘরে পৌঁছে হাত জোড় করে অভিনন্দন জানালেন শুধু নয়, এক সরকারি কর্মীর হাতে কিছু টাকাও তুলে দিলেন অধীর। যদিও ওই টাকা মিষ্টি খেতে দিয়েছেন বলেই জানিয়েছেন অধীর। তবে প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিতে গিয়ে একজন সরকারি কর্মীকে কিভাবে টাকা দিতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছে শাসক দল তৃণমূল। ওই ঘটনায় নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করছে তৃণমূল।
বুধবার মনোনয়ন পত্র পেশ করতে জেলা প্রশাসনিক ভবনে আসেন বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। বহরমপুর টেক্সটাইল মোড় থেকে কর্মী সমর্থকদের সঙ্গে বর্ণাঢ্য মিছিলে অংশ নিয়ে এগিয়ে চলেন অধীর চৌধুরী। সিপিএমের প্রচুর কর্মী সমর্থক ওই মিছিলে অংশ নেয়। তবে মহম্মদ সেলিম এদিন আসেননি। ঢাক ঢোল সহ বিভিন্ন বাজনার তালে তালে নাচতে শুরু করেন কর্মী সমর্থকরা।
আরও পড়ুন: টাকা ফেরত দিন চাকরিহারাদের, না হলে কলার ধরব: দিলীপ ঘোষ
আরও খবর দেখুন