আলিপুরদুয়ার: পঞ্চায়েত সদস্য (Panchayat Member) হিসাব চেয়েছিলেন। গ্রাম পঞ্চায়েত প্রধান (Panchayat Pradhan) হিসাব না দিয়ে পাল্টা মারধর করেছেন। তেমনই অভিযোগ কুমারগ্রাম ব্লকের (Kumargram Block) রায়ডাক গ্রাম পঞ্চায়েত দফতরে। তৃণমূল (TMC) পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান ময়ুরি মিন্জ এবং তাঁর স্বামী অঞ্চল সভাপতি সুরেন মিন্জ মারধর করেছেন এমনটাই অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য শশীভূষণ তিরকির। বৃহস্পতিবার গ্রাম পঞ্চায়েত কর্মীদের অফিস থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দিলেন শশীভূষণ তিরকির সমর্থকরা। এই ঘটনায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। অবিলম্বে শশীভূষণ এর কাছে ক্ষমা চাইতে হবে অঞ্চল সভাপতিকে। তার পদ থেকে বরখাস্ত করতে হবে। এমন দাবি তুলেছেন গ্রাম পঞ্চায়েত দফতরে তালা দেওয়া তৃণমূল কর্মীরা।
যদিও এই বিষয়ে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী ও অঞ্চল সভাপতি সুরেন মিন্জ জানান, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। অর্থ মিটিং চলাকালীন পঞ্চায়েত সদস্য সচিব হোসেন তিরকি ও আরেকজন নিজেই ঝামেলা করেছেন। এদিকে ওই বিক্ষোভের জেরে গ্রাম পঞ্চায়েত দফতরে উত্তেজনা তৈরি হয়।
আরও পড়ুন: দুই পুলিশকর্মীকে গাছে বেঁধে বিক্ষোভ মহিলাদের
আরও খবর দেখুন