হুগলি: ভাই ভাইয়ে বিবাদ গড়াল রাজনীতিতে (Politics)। আর সেই জেরে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ (TMC BJP Clash)। সংঘর্ষের জেরে উভয় পক্ষের মোট ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে গুরুতর জখম হলেন ছোট ভাই তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ মোট সাত জন তৃণমূল কর্মী। অপর দিকে তিন জন আহত হয়েছেন বিজেপির। পালটা অভিযোগ তাঁরই বড় ভাই তথা বিজেপির কর্মীর বাড়ি ভাঙচুর, খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়। আর তাতেই আগুন ছড়িয়ে গিয়ে তাঁর বসত বাড়ির একাংশও পুড়ে গিয়েছে। সব মিলিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত পঞ্চায়েত সদস্যকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে (Arambagh Medical College Hospital) ভর্তি করা হয়।
আরও পড়ুন: পাকা ঘরের স্বপ্ন পূরণ, খুশির হাওয়া চা বলয়ে
জানা গিয়েছে, বাতানলের চক জালাল একাকার রায় পরিবারের ছোট ভাই উজ্জ্বল রায়। স্থানীয় বাতানল গ্রাম পঞ্চায়েতের সদস্য। আর তারই বড় ভাই বিকাশ রায় বিজেপির কর্মী। তাদের যাতায়াতের জন্য পঞ্চায়েত থেকে উভয় পক্ষের কিছুটা জায়গা নিয়ে একটি রাস্তা তৈরি করে দেওয়া হয়। অভিযোগ যে সেই সিদ্ধান্ত না মেনে বিজেপির কর্মী বিকাশ রায় সেই রাস্তার মাটি কেটে জমিতে ধান রুইয়ে দেন। আর তার প্রতিবাদ করেন তৃণমূলের সদস্য তথা ছোট ভাই উজ্জ্বল রায়। আর তাতেই বিকাশ তার দল নিয়ে উজ্জ্বলের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। তাতে তিনি সহ মোট সাত জন মারাত্মক ভাবে জখম হন। এর পরেই পরিস্থিতি জটিলাকার ধারণ করে। অভিযোগ যে উজ্জ্বলের দল বল পালটা আক্রমণ করে বিকাশের বাড়িতে। তাতে তিন জন আহত হন।এর পাশাপাশি তার খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়। বাড়ির একাংশ ভাংচুর চালায়। আর গাদার আগুনে তার বাড়ির একাংশ পুড়েযায়। এর পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।পরিস্থিতি সামাল দিতে ঘটনা স্থলে যায় পুলিশ। আপাতত এলাকা থমথমে।
অন্য খবর দেখুন