Placeholder canvas

Placeholder canvas
HomeScrollঘন কুয়াশা, বন্ধ ফেরি, ব্যাহত ট্রেন চলাচল

ঘন কুয়াশা, বন্ধ ফেরি, ব্যাহত ট্রেন চলাচল

সমস্যায় নিত্য অফিসযাত্রী থেকে হকারা

Follow Us :

সুন্দরবন: পৌষের শেষে রাজ্যের ফের জাঁকিয়ে ব্যাটিং শুরুর করেছে শীত (Winter)। ভোর থেকে ঘন কুয়াশায় (Fog) দৃশ্যমান্যতা কম, বন্ধ ফেরি চলাচল (Ferry Service ), ব্যাহত ট্রেন পরিষেবা (Disrupted Train Services)। যার জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। বসিরহাট (Basirhat), হিঙ্গলগঞ্জ হাসনাবাদ সন্দেশখালি হাড়োয়া ন্যাজাট বিদ্যাধরী রায়মঙ্গল বেতনি নদীতে ফেরি চলাচল বন্ধ ঘন কুয়াশার জেরে। অন্যদিকে হাসনাবাদ ও শিয়ালদাহ লাইনে ট্রেন নির্ধারিত সময় না আসায় রীতিমতো সমস্যায় পড়েছে ট্রেন যাত্রীরা। ঘন কুয়াশা যার ফলে প্রতিটা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। পাশাপাশি সঠিক সময়ে ট্রেন চলাচল না হয় রীতিমতো সমস্যায় নিত্য অফিসযাত্রী থেকে হকারা।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ হাসনাবাদ সন্দেশখালি হাড়োয়া ন্যাজাট এলাকায় ভোর থেকে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম। যার জেরে বিদ্যাধরী রায়মঙ্গল বেতনি সকাল থেকে ফেরি পারপার বন্ধ। সমস্যায় পড়ছে নিত্যযাত্রীরা। সুন্দরবনের হিঙ্গলগঞ্জ সন্দেশখালি হাসনাবাদ হাড়োয়া একাধিক ফেরিচলাচলের ব্যাহত হচ্ছে। জরুরী পরিষেবা পেতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। পাশাপাশি হিঙ্গলগঞ্জের লেবুখালী ঘাট নেজাটের কালিনগর ঘাট হাড়োয়ার নাসিরহাটি ফেরিঘাটে সেই ছবি ধরা পড়েছে। ফেরি চলাচল করতে পাচ্ছে না যার ফলে দুর্ভোগের শিকার হচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রীদের,রোগীরা। সবমিলিয়ে কখন দৃশ্যমানতা কমবে সেই অপেক্ষায় নদী ঘাটের ভিড় মানুষের।

আরও পড়ুন: সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

অন্যদিকে হাসনাবাদ ও শিয়ালদাহ লাইনে ট্রেন নির্ধারিত সময় না আসায় রীতিমতো সমস্যায় পড়েছে ট্রেন যাত্রীরা। ঘন কুয়াশা যার ফলে প্রতিটা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে পাশাপাশি সঠিক সময়ে ট্রেন চলাচল না হয় রীতিমতো সমস্যায় বলছে নৃত্য যাত্রী থেকে অফিসযাত্রী এমনকি হকারাও।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular