Placeholder canvas

Placeholder canvas
HomeScrollটিভি শো চলাকালীন বিশেষজ্ঞের মৃত্যু কেরলে

টিভি শো চলাকালীন বিশেষজ্ঞের মৃত্যু কেরলে

টিভি শো চলাকালীন এ কী হল?

Follow Us :

কোচি: সেসময় টিভি শো চলছে। কৃষি নিয়ে আলোচনা চলছে। আকস্মিকভাবে ভেঙে পড়লেন তিনি। লাইভ টিভি শো চলাকালীন মৃত্যু হল বিশেষজ্ঞের। কেরলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সন্ধ্যায় দূরদর্শনে কৃষি দর্শন অনুষ্ঠান চলার সময় চ্যানেলের স্টুডিওতে ওই ঘটনা ঘটে। মৃতের নাম ড. আনি এস দাস (Ani S Das) (৫৯)। তিনি কেরলের (Kerala) কৃষি বিশ্ববদ্যালয়ে (Agriculture University) পরিকল্পনা বিভাগে কর্মরত।

চ্যানেলের স্টুডিওতে একটি লাইভ অনুষ্ঠান সম্প্রচারের সময় ওই কৃষি বিশেষজ্ঞের (Expert) মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা বিভাগের ডিরেক্টর ছিলেন। তিনি মাঝে মাঝে সরকার পরিচালিত চ্যানেলে উপস্থিত হতেন।

আরও পড়ুন: শনিবার দিল্লিতে ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক আসন সমঝোতা নিয়ে

চ্যানেল সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দূরদর্শনের কৃষি দর্শন অনুষ্ঠানের সময় ঘটনাটি ঘটে।
তাঁকে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular