Placeholder canvas

Placeholder canvas
HomeScrollএসএসসিতে অতিরিক্ত পদ তৈরির অনুমোদনকারীদের সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে, জানাল আদালত
SSC Recruitment Case

এসএসসিতে অতিরিক্ত পদ তৈরির অনুমোদনকারীদের সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে, জানাল আদালত

বেআইনি নিয়োগ করতে অনেক সুপার নিউমেরিক পদ তৈরি হয়েছিল বলে অভিযোগ

Follow Us :

কলকাতা: এসএসসিতে অতিরিক্ত পদ তৈরিতে অনুমোদনকারীদের জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই (CBI)। প্রয়োজনে হেফাজতেও নিতে পারবে। জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এসএসসির (SSC) নির্দেশনামায় আদালত জানিয়েছে, রাজ্য সরকারের সঙ্গে যুক্ত সেই ব্যক্তিদের বিরুদ্ধেও সিবিআই তদন্ত করবে। যাঁরা অতিরিক্ত পদ তৈরির অনুমোদন দিয়েছিলেন। তাঁদের হেফাজতেও নেওয়া যাবে।

এসএসসিতে বেআইনি নিয়োগ করতে অনেক সুপার নিউমেরিক বা অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। রাজ্য সরকার সেই অনুমোদন দিয়েছিল।

আরও পড়ুন: বিলে সম্মতি না দেওয়ার কারণ রাজ্যপালের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

সোমবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, সিবিআই রাজ্য সরকারের সঙ্গে যুক্ত সেই ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্ত করবে যাঁরা অতিরিক্ত পদ তৈরির অনুমোদন দিয়েছিলেন ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রয়োজনে ওই ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করবে কেন্দ্রীয় সংস্থা।

এসএসসি মামলার নির্দেশে আদালত জানিয়েছে, এই দুর্নীতির প্রকৃতি ও ব্যাপ্তি জানতে, কারা এর সঙ্গে জড়িত তা বুঝতে সিবিআই তদন্ত আবশ্যিক। আদালতের মন্তব্য, রাজ্য সরকারের মন্ত্রিসভাও এসএসসিতে বেআইনি চাকরি রক্ষা করার স্বার্থে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, যা বিস্ময়কর। এই নিয়োগগুলি প্যানেলের বাইরে এবং প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে করা হয়েছে। তা জেনেও চাকরি বাঁচাতে চেয়েছেন সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular