Placeholder canvas

Placeholder canvas
HomeScrollভোট না মেটা পর্যন্ত আয়কর নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নয়, সুপ্রিম...
Supreme Court

ভোট না মেটা পর্যন্ত আয়কর নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্রীয় সরকার

প্রায় ৩৫০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

Follow Us :

নয়াদিল্লি: আয়কর বিভাগের (Income Tax) কংগ্রেসকে (Congress) নোটিস পাঠানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভোট পর্ব চলাকালীন এই নোটিসে আসলে রাজনৈতিক প্রতিহিংসা দেখছিল কংগ্রেস। যাতে ভোটের সময় কংগ্রেসের আর্থিক প্রতিবন্ধকতা তৈরি হয়। তবে তারই মধ্যে কংগ্রেসকে কিছুটা হলেও স্বস্তি দিল কেন্দ্রীয় সরকার (Central Government)। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল ভোট না মেটা কংগ্রেসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে না। প্রশ্ন উঠছে, তবে কি বিতর্কের অবসান ঘটাতে এই পদক্ষেপ?

ভোট না মেটা পর্যন্ত আয়কর বিতর্ক সূত্রে কংগ্রেসের বিরুদ্ধে কঠোর কোনও পদক্ষেপ করা হবে না। সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্রীয় সরকার। প্রায় ৩৫০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে কংগ্রেসের বিরুদ্ধে অন্তত জুলাই মাস পর্যন্ত কঠোর পদক্ষেপ করা হবে না। বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসির ডিভিশন বেঞ্চকে সোমবার এই আশ্বাস দেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

আরও পড়ুন: চুঁচুড়ায় প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা

২০১৬ সালে দিল্লি হাইকোর্টের দেওয়া একটি নির্দেশের পরিপ্রেক্ষিতে কংগ্রেস ২০১৮ সালে একটি আবেদন করেছিল। সুপ্রিম কোর্টে পেশ হয়ে থাকা সেই আবেদন সূত্রে কংগ্রেস একটি অন্তর্বর্তী আবেদনের মাধ্যমে সাম্প্রতিক আয়কর নোটিশের বিরুদ্ধে স্থগিতাদেশ প্রার্থনা করে। একই সঙ্গে হাইকোর্টের নির্দেশ সম্পর্কেও প্রশ্ন তোলে।

কংগ্রেসের এই আবেদনের সঙ্গে সাম্প্রতিক আয়কর নোটিসের কোনও সম্পর্ক নেই। তা সত্ত্বেও যেহেতু সামনে নির্বাচন, তাই আয়কর দফতর আপাতত কঠোর পদক্ষেপ করবে না। জানান সলিসিটর জেনারেল। ২৪ জুলাই মামলার পরবর্তী শুনানি।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular