নয়াদিল্লি: নিরাপত্তা বাড়ছে মুখ্য নির্বাচন কমিশনারের (Chief Election Commisiner) ।দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারক (Rajiv Kumar) জেড ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার। তাঁর জীবনের ঝুঁকি রয়েছে। কেন্দ্রীয় নিরপত্তা সংস্থার তরফে এই রিপোর্ট মিলেছে। তাই এই পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। জানা গিয়েছে, এজন্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সকে দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। ৪৫ জন নিরাপত্তারক্ষী তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
ভোটের সময় দেশজুড়ে ঘুরবেন মুখ্য নির্বাচন কমিশনার। সেসময় তাঁর উপর হামলা হতে পারে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে তাঁর সঙ্গে থাকবেন সশস্ত্র কমান্ডো। রাজীব কুমার ১৯৮৪ ব্যাচের আইএএস অফিসার। ২০২২ সালের ১৫ মো মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন তিনি। তার আগে ২০২০ সালে ১ সেপ্টেম্বর নির্বাচন কমিশনার হয়েছিলেন তিনি।
আরও খবর পড়ুন: ইদে ভিজতে পারে একাধিক জেলা, জারি হলুদ সতর্কতা
আরও খবর দেখুন