Placeholder canvas

Placeholder canvas
HomeScrollমহিলাদের গুরুত্ব দিয়ে ইস্তাহার প্রকাশ সিপিএমের
CPM Manifesto

মহিলাদের গুরুত্ব দিয়ে ইস্তাহার প্রকাশ সিপিএমের

সিপিএম জানিয়েছে, সাংসদ তহবিলের এক তৃতীয়াংশ টাকা মহিলাদের জন্যই খরচ করা হবে

Follow Us :

কলকাতা: প্রকাশিত হল আসন্ন লোকসভা ভোটের (Loksabha Vote) জন্য পশ্চিমবঙ্গে সিপিএমের (CPM) ইস্তাহার (Manifesto)। দলের মহিলা ব্রিগেডকে সামনে রেখে লেডিজ স্পেশাল ঘোষণা করল সিপিএম। সেখানে বলা হয়েছে, সিপিএম প্রার্থীরা যেখানে নির্বাচিত হবেন সেই কেন্দ্রগুলিতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। গড়ে তোলা হবে মহিলা আত্মরক্ষা সমিতি। গড়ে তোলা হবে মহিলা আত্ম মর্যাদা কেন্দ্র। সিপিএম জানিয়েছে, গার্হস্থ্য হিংসা, যৌন হেনস্তার মতো বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করবে মহিলা আত্মরক্ষা সমিতি। মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে গড়ে তোলা হবে মার্শাল আর্টের প্রশিক্ষণ কেন্দ্র। রবিবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন মিনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, একজন মহিলার মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য যা যা দরকার, যে মৌলিক বিষয়গুলি নিশ্চিত হওয়া উচিত, আমাদের প্রার্থীরা নির্বাচিত হলে সেই কাজগুলিতেই অগ্রাধিকার দেবেন।

সিপিএম তাদের ঘোষণাপত্রে জানিয়েছে, দলীয় প্রার্থীরা সাংসদ নির্বাচিত হলে সাংসদ তহবিলের এক তৃতীয়াংশ টাকা শুধুমাত্র মহিলাদের জন্যই খরচ করা হবে। ঋতুকালীন মহিলাদের স্যানিটারি ন্যাপকিন বিতরণ, স্বনির্ভর করে তোলার জন্য সমবায় গড়ে তোলা হবে। সিপিএম পার্টির প্রার্থীরা নির্বাচিত হলে ২০২৪ সালের মধ্যেই মহিলা আত্মমর্যাদা কেন্দ্র গড়ে তোলা হবে। তবে সিপিএমের এই ঘোষণাকে কটাক্ষ করেছে তৃণমূল।

আরও পড়ুন: বিজেপির ইস্তাহারে মূল্যস্ফীতি ও বেকারত্ব নিয়ে বক্তব্য নেই, অভিযোগ কংগ্রেসের

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular