Placeholder canvas

Placeholder canvas
HomeScrollদিল্লিতে ১৮ বছরের বেশি সব মেয়েদের মাসে ১০০০ টাকা করে দেবে সরকার
Delhi Budget

দিল্লিতে ১৮ বছরের বেশি সব মেয়েদের মাসে ১০০০ টাকা করে দেবে সরকার

দিল্লির অর্থমন্ত্রী অতিশী মারলেনা ৭৬০০০ কোটি টাকার বাজেট পেশ করলেন

Follow Us :

নয়াদিল্লি: দিল্লি (Delhi) সরকার মুখ্যমন্ত্রী সম্মান যোজনার অধীনে দিল্লিতে ১৮ বছরের বেশি বয়সী সমস্ত মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে দেবে। দিল্লির অর্থমন্ত্রী অতিশী মারলেনা (Atishi) আজ ৭৬০০০ কোটি টাকার বাজেট পেশ করে এই ঘোষণা করেছেন৷ এটি অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন সরকারের দশম বাজেট। দিল্লি বিধানসভায় অতীশি বলেন, আগে দিল্লির বাসিন্দারা তাঁদের ছেলেদের বেসরকারি স্কুলে এবং কন্যাদের সরকারি স্কুলে পাঠাতেন। যেগুলি ভেঙে পড়েছিল।একবার ৯৫ শতাংশ মেয়ে শিক্ষার্থী আমাকে বলেছিল যে তাদের ভাইরা বেসরকারি স্কুলে পড়াশোনা করে। কিন্তু এখন, দিল্লির সরকারি স্কুলের মেয়ে শিক্ষার্থীরা আইআইটি, নিট পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে। কেজরিওয়াল সরকার ২০১৫ সাল থেকে ২২ হাজার ৭১১ টি নতুন শ্রেণীকক্ষ তৈরি করেছে। এই বছর, শিক্ষার জন্য ১৬, ৩৯৬ কোটি টাকার ব্যবস্থা করা হয়েছে।

মোট বাজেটের মধ্যে দিল্লির স্বাস্থ্য খাতের জন্য ৮ হাজার ৬৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যার অধীনে সরকারি হাসপাতালগুলি ৬ হাজার ২১৫ কোটি টাকা পাবে। মহল্লা ক্লিনিকগুলিতে ২১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ৬৫৮ কোটি টাকা সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ কেনার জন্য দেওয়া হয়েছে। নতুন হাসপাতাল সম্প্রসারণ ও নির্মাণের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন: ভোটের বদলে ঘুষ নিলে সাংসদ, বিধায়কদের রক্ষাকবচ নয়, জানাল সুপ্রিম কোর্ট

স্বাস্থ্য খাতের জন্য বাজেট ঘোষণা করার সময় অতিশী জেলে থাকা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে ভগবান হনুমানের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, যেমন ভগবান হনুমান আহত লক্ষ্মণকে বাঁচাতে সঞ্জীবনী বুটি সরবরাহ করার জন্য একটি পর্বত বহন করেছিলেন, সত্যেন্দ্র জৈন একইভাবে দিল্লির স্বাস্থ্য ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করেছিলেন। দিল্লির অর্থমন্ত্রী আরও বলেন, যে রাজধানীর জনসংখ্যা দেশের মোট জনসংখ্যার মাত্র ১.৫৫ শতাংশ। তবুও, জাতীয় জিডিপিতে এর অবদান দ্বিগুণেরও বেশি। ২০২৩-২৪ সালে জাতীয় জিডিপিতে দিল্লির অবদান ৩.৮৯ শতাংশ হতে চলেছে।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular