Placeholder canvas

Placeholder canvas
HomeScrollপুলিশের প্যান্ট খুলে নেওয়ার নিদান দিলীপ ঘোষের

পুলিশের প্যান্ট খুলে নেওয়ার নিদান দিলীপ ঘোষের

কী প্রসঙ্গে পুলিশের বিরুদ্ধে ওইরকম মন্তব্য করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ? জেনে নিন

Follow Us :

পশ্চিমমেদিনীপুর: আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপি (BJP) সাংসদ দিলীপ ঘোষ এবার পুলিশের (Police) প্যান্ট খুলে নেওয়ার নিদান দিলেন। রাম জন্মোৎসবের মাঝে বিতর্কিত মন্তব্য এই বিজেপি নেতার।

তিনি সাংবাদিকদের বলেন, খড়্গপুরে এসে শুনলাম যারা জন্মোৎসব পালন করতে চাইছে পুলিশ তাদের ধমকাচ্ছে। যেখানে উৎসব হবে পুলিশ ধমকাচ্ছে। ডেকোরেটরদের ধমকাচ্ছে। যাতে তারা মাইক না দেয়। আমি বলছি হিন্দু সমাজের অনুষ্ঠানে কোনও গন্ডগোল হয় না। এটা ইতিহাস। ৫০০ বছর পর রাম তাঁর জন্মভূমিতে আসবে। শান্তিপূর্ণভাবে উৎসব হবে। যারা বাধা দিতে আসবে যোগ্য জবাব দেওয়া হবে। পুলিশ বাধা দিতে এলে, মাইক খুলতে এলে পুলিশের প্যান্ট খুলে নিন। বাকিটা আমি দেখব, বিজেপি দেখবে। এদিকে তৃণমূলের সংহতি মিছিল নিয়ে তিনি বলেন, এই সংহতির নামে রাজ্যে দাঙ্গা হয়েছে। সংহতি মিছিলের নামে সংহতির নষ্ট করতে চায়। ওই মিছিলে অনুপ্রবেশকারীরা হাঁটবে। টিএমসির উচ্ছিষ্টভোগীরা শুধু তারা এই মিছিলে যাবে।

আরও পড়ুন: সুর নরম হুময়াুন কবীরের, বহরমপুরের প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ

উল্লেখ্য, সোমবার অযোধ্যায় রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান ঘিরে দেশ জুড়ে আবেগের ঢেউ। কলকাতাতেও ওই দিন হিন্দু সমাজের মিছিল বেরোবে। তৃণমূলের পক্ষ থেকে ওই দিনই সংহতি মিছিলের ডাক দেওয়া হয়েছে কলকাতায়।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular