বহরমপুর: দলের নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন আগে। প্রায় আলটপকা মন্তব্য করার জন্য পরিচিত তিনি। এমনকী এই সপ্তাহে কালীঘাটে দলীয় বৈঠকেও উচ্চ নেতৃত্বের তরফে তাঁকে বেশি কথা বলছেন বলে মৃদু ধমক দেওয়া হয়। তারপরেও থামেননি। তবে এবার সুর নরম করলেন মুর্শিদাবাদের ভরতপুরের (Bharatpur) তৃণমূল (TMC) বিধায়ক (MLA) হুমায়ুন কবীরের (Humayun Kabir)। গতকালের পর অভিষেক বন্দোপাধ্যায় ও নেতৃত্বকে নিয়ে সুর নরম তাঁর। রবিবার সকালে বেলডাঙার এক অনুষ্ঠানে যাওয়ার সময় বহরমপুরে হুমায়ুন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবর্তমানে আমাদের নেতা অভিষেক বন্দোপাধ্যায়। দলীয় মিটিং এর কথা বাইরে এল কেন সেটা আমি যেখানে বলার সেখানে বলব। আমি নেত্রীর উপর আস্থাশীল। দল আমাকে বহরমপুর লোকসভার প্রার্থী করলে আমি অধীর চৌধুরীকে ২লক্ষ ভোটে হারাব।
বহরমপুরে অধীর চৌধুরী লোকসভা ভোটে ২০১৯ সালে ৯০ হাজার লিড দিয়েছিল। ২০২৪ সালে ৫০ হাজার লিড দেবে। বাকি ছয়টি বিধানসভায় আমি প্রচুর লিড দিয়ে ২লক্ষ ভোটে জিতব। প্রার্থী করবে না করবে না , সেটা দলের বিষয়। নেত্রী যদি বলেন আমাকে ইস্তফা দিতে, চুপচাপ বসে থাকতে ,আমি প্রয়োজনে তাই করব। কিন্তু দ্বিতীয় কোনও কথা বলব না। ২০১৪ সালে বহরমপুর লোকসভায় আমার প্রার্থী হওয়ার কথা ছিল, কিন্তু কিছু হিন্দু নেতারা অধীর চৌধুরীর নির্দেশে দলীয় নেতৃত্বের কাছে ভুল তথ্য পরিবেশন করে আমার টিকিট বাতিল করেছে । বর্তমানে দলের শৃঙ্খলা থাকুক সেটাই তিনি চান।
আরও পড়ুন: বাবার মৃত্যুপত্রে ছেলের নাম! মেডিক্যাল কলেজের বড় গাফিলতি
আরও খবর দেখুন