Placeholder canvas

Placeholder canvas
Homeরাশিফলবৃহস্পতিবার এই কাজগুলো ভুলেও করবেন না!
Astrology Tricks

বৃহস্পতিবার এই কাজগুলো ভুলেও করবেন না!

লক্ষ্মীবারে এই কাজগুলি করা উচিত নয়

Follow Us :

জ্যোতিষশাস্ত্র: শাস্ত্র মতে বৃহস্পতিবার হল মা লক্ষ্মীর বার। এইদিন ভক্তিভরে দেবীর আরাধনা করলে সংসারে সুখ-শান্তি আসে। মা লক্ষ্মীকে সমৃদ্ধির দেবী বলা হয়। বৃহস্পতিবার পুজোর পাশাপাশি কিছু নিয়মও মানতে হয়। বৃহস্পতিবার ভগবান বিষ্ণু এবং বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত। এমন কিছু কাজ আছে যেগুলি এইদিনে করা নিষেধ (Astrology Tricks)। আসুন জেনে নিই কোন কোন কাজ বৃহস্পতিবার করা যাবে না-

চুল কাটা: বৃহস্পতিবার চুল, দাড়ি, নখ ইত্যাদি কাটা নিষিদ্ধ বলে মনে করা হয়। এটা করলে শুধু বাড়ির আর্থিক অবস্থা খারাপ হয় না, বরং স্বাস্থ্য, সন্তানের সুখ ইত্যাদির ওপরও নেতিবাচক প্রভাব পড়ে।

চুল ধোয়া: মহিলাদের বৃহস্পতিবার চুল ধোয়া উচিত নয়। এমনকি স্নানের জন্যও সাবান ও শ্যাম্পুর পরিবর্তে শুধুমাত্র সাধারণ জল ব্যবহার করুন।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৪৪)

কলা খাওয়া: বৃহস্পতিবার কলা খাওয়া উচিত নয়। কারণ এই দিনে কলা গাছের পুজো করা হয়। এই গাছে ভগবান বিষ্ণুর অধিবাস বলে বিশ্বাস করা হয়। এইদিন কলা খেলে সম্পদের ক্ষতি হতে পারে।

লেনদেন: বৃহস্পতিবার অর্থ সংক্রান্ত কোনও লেনদেন করা উচিত নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এটি করলে কুণ্ডলীতে বৃহস্পতির অবস্থান দুর্বল হয়।

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত একাধিক বই ও তথ্যের উপর ভিত্তি করে তৈরি। কলকাতা টিভি ডিজিটাল কোনও রকমের কু-সংস্কারে বিশ্বাস করেনা কিংবা কোনও ব্যক্তির ভাবাবেগে আঘাত আনতে চায়না। উপরিউল্লিখিত বিভিন্ন প্রয়োগের ভালো-মন্দ কোনও প্রভাবের জন্য কলকাতা টিভি ডিজিটাল টিম দায়বদ্ধ নয়। কোনও তথ্য বিশ্বাস বা প্রয়োগের আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular