নয়াদিল্লি: হল না। পঞ্জাব এফসির কাছে শোচনীয় হারে প্লে অফে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে গেল ইস্টবেঙ্গলের। কার্লেস কুয়াদ্রাতের দলের সমীকরণ সহজ ছিল না। এদিন পঞ্জাবকে হারাতেই হত, তারপর চেন্নাইয়িন এফসির হারের জন্য প্রার্থনা করতে হত। কিন্তু যেটা নিজেদের হাতে ছিল সেটাই করে উঠতে পারলেন না ক্লেইটন সিলভারা। উল্টে ৪-১ দুরমুশ হলেন তাঁরা।
বুধবার নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরুতেই এগিয়ে যায় পঞ্জাব। ১৯ মিনিটে গোল করেন উইলমার জর্ডান গিল। ২৫ মিনিটে বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে বিশ্বমানের গোল করে সমতা ফেরান সায়ন বন্দ্যোপাধ্যায়। লাল-হলুদ জার্সিতে এটাই তাঁর প্রথম গোল। সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪৩ মিনিটে ২-১ করেন তালাল। এই গোলের জন্য অবশ্য অনেকটা দায়ী গোলকিপার প্রভসুখান গিল।
ইস্টবেঙ্গল সমর্থকরা আশা করেছিলেন, দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁপিয়ে পড়বে দল। সেই চেষ্টাও ছিল, কিন্তু উল্টে ৬২ মিনিটে ৩-১ করে দেন সেই জর্ডান গিল। এরপরে ইস্টবেঙ্গলের অলআউট যাওয়া ছাড়া উপায় ছিল না। তা করতে গিয়েই কাউন্টার অ্যাটাকে কফিনে শেষ পেরেকটা পুঁতে দেন পঞ্জাবের মাজসেন। ইস্টবেঙ্গলের মশাল নিভল ওইখানেই। চুরমার হল প্লে অফের স্বপ্ন।
এই ম্যাচেই সেরা ছয় নির্ধারিত হয়ে গেল– মুম্বই সিটি এফসি, মোহনবাগান সুপার জায়ান্ট, গোয়া এফসি, ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স এবং চেন্নাইয়িন এফসি। এবার দেখার লিগ-শিল্ড কে জেতে, মুম্বই নাকি মোহনবাগান।