Placeholder canvas

Placeholder canvas
HomeScroll তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত হাড়োয়ার ঘুসিঘাটা বাজার
Haroya Clash

 তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত হাড়োয়ার ঘুসিঘাটা বাজার

জমি বিবাদের জেরে হাড়োয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ জন আহত

Follow Us :

বারাসত: হাড়োয়া থানার (Haroya PS) অন্তর্গত কুলটি গ্রাম পঞ্চায়েতের ঘুসিঘাটা বাজারে চায়ের দোকানে চা বিক্রি করছিলেন আজের মিদ্দে নামে এক তৃণমূল (TMC) কর্মী। সেই সময় ওই চায়ের দোকানে গিয়ে আচমকা হামলা চালায় হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লার অনুগামীরা। বাহার উদ্দিন মোল্লা সহ বেশ কয়েকজন তৃণমূলের কর্মীরা তাঁকে বেধড়ক মারধর করে। তারপর ওই আজের মিদ্দে নামে ও তৃণমূল কর্মীর আরো একটি দোকান ও একটি সেলাইয়ের কারখানার সামনে বেড়া ভেঙে দেয় তারা। এই আজের মিদ্দে মিনাখার এম এল এ ঊষা রানী মন্ডলের স্বামী তথা মিনাখা ব্লক তৃণমূলের ব্লকের চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল এর অনুগামী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা এলাকায়।

এদিকে, জমি বিবাদের জেরে হাড়োয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১২ জন আহত। মৃত এক। হাড়োয়ার শালিপুর পঞ্চায়েতের আন্দুলিয়া এলাকায় সম্পত্তিগত বিবাদের জেরে দুই পক্ষের সংঘর্ষে। আহত উভয় পক্ষের ১২ জন।আটক ৪ জন। হাড়োয়ার শালিপুর এলাকায় শনিবার সকালে সম্পত্তিগত বিবাদের জেরে সংঘর্ষ,আহত ১২ জন। ঘটনায় উভয় পক্ষের সাতজনকে অন্যত্র রেফার করেছেন চিকিৎসকেরা

আরও পড়ুন: অমিত মালব্যের নাম এক্স হ্যান্ডলে, রাজ্য পুলিশের বিরুদ্ধে কমিশনে বিজেপি

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular