skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollঅমিত মালব্যের নাম এক্স হ্যান্ডলে, রাজ্য পুলিশের বিরুদ্ধে কমিশনে বিজেপি
Amit Malviya

অমিত মালব্যের নাম এক্স হ্যান্ডলে, রাজ্য পুলিশের বিরুদ্ধে কমিশনে বিজেপি

জঙ্গি ধরা নিয়ে দিনভর চাপানউতোর বিজেপি তৃণমূলে

Follow Us :

কলকাতা: এবার রাজ্য পুলিশের (West Bengal Police) বিরুদ্ধে নির্বাচন কমিশনে (Election Commission) অভিযোগ করল বিজেপি (BJP)। দিঘা থেকে রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় জড়িত দুই জঙ্গিকে গ্রেফতারির সূত্রে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য শুক্রবার এক্স হ্যান্ডলে কিছু মন্তব্য করেন। তিনি বলেন, এই ঘটনায় প্রমাণ হল বাংলা জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে। রাজ্য পুলিশ তাদের এক্স হ্যান্ডলে নাম করেই অমিত মালব্যের বক্তব্যের নিন্দা করে। এতেই ক্ষুব্ধ বিজেপি রাজ্য পুলিশের বিরুদ্ধে নালিশ জানিয়েছে কমিশনে।

এনআইএ রাজ্য পুলিশের সহযোগিতায় রামেশ্বরম বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত দুই জঙ্গিকে পাকড়াও করার পর থেকেই তাকে ঘিরে বিজেপি এবং তৃণমূলের মধ্যে এক্স হ্যান্ডলে বাকযুদ্ধ শুরু হয়ে যায়। তৃণমূলের নেতা মন্ত্রীরা কেউ টুইট করে কেউ সাংবাদিক বৈঠকে দাবি করেন, রাজ্য পুলিশ এই ঘটনায় সক্রিয় ভূমিকা নিয়েছে। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা আবার দিঘার সূত্র ধরে প্রশ্ন তোলেন, এর থেকেই বোঝা যাচ্ছে এধরনের জঙ্গিদের দিঘা, কাঁথির কোন পরিবার প্রশ্রয় দেয়। নাম না করলেও ইঙ্গিত তাঁর যে শুভেন্দু অধিকারীর পরিবারের দিকে তা আর বলার অপেক্ষা রাখে না। শুভেন্দু অবশ্য এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি। বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতারা পাল্টা দাবি করেন, পশ্চিমবঙ্গ যে জঙ্গিদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে তা এই ঘটনায় আরেকবার প্রমাণিত হল।

আরও পড়ুন: ভোটে লিড দিতে না পারলে পদ থেকে সরিয়ে দেওয়া হবে, হুঁশিয়ারি বিপ্লবের

এদিন সাংবাদিক বৈঠক ডেকে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, এই ঘটনায় রাজ্য পুলিশের কৃতিত্ব নেওয়ার কিছু নেই। এই ধরনের জঙ্গি দমন অভিযানে কেন্দ্রীয় সংস্থাগুলি সবসময়ই সংশ্লিষ্ট রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে থাকে। রাজ্য পুলিশ যে সহযোগিতা করেছে তার জন্য তাদের আমরা দলের তরফে ধন্যবাদ জানাচ্ছি। এনআইএ ও তাদের লিখিত বিবৃতিতে রাজ্য পুলিশের প্রশংসা করেছে। জগন্নাথের দাবি, এই ঘটনার তদন্ত আরও এগোলে অনেক বড় তথ্য সামনে আসবে। তিনি বলেন, কলকাতার কোন হ্যান্ডলারের কাছে এই দুই জঙ্গি আশ্রয় নিয়েছিল সাহস থাকলে রাজ্য সরকার তা প্রকাশ্যে বলুক। প্রসঙ্গত, এদিন কোচবিহারে এক নির্বাচনী সভাতেও মুখ্যমন্ত্রী দাবি করেন, ওই দুই জঙ্গি লুকিয়ে ছিল এখানে। আমাদের পুলিশ দুঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করেছে। যদিও বিজেপি নেতা জগন্নাথ তা মানতে নারাজ। তিনি বলেন, এনআইএ সহ আওরও বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা এই দুই জঙ্গিকে খুঁজে বেড়াচ্ছিল। তারাই গোপন সূত্রে খবর পেয়ে দিঘার হোটেলে অভিযান চালায়। রাজ্য পুলিশের সঙ্গেও তারা কথা বলেছিল। ওই হোটেলে অভিযান চালানোর সময় রাজ্য পুলিশ উপস্থিত ছিল। তা নিয়ে রাজ্যের কৃতিত্ব নেওয়ার কোনও দরকার ছিল না।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Amit Shah | এই সাংসদ কী এমন বললেন? অমিত শাহ তেতে গেলেন
00:00
Video thumbnail
Abhishek Banerjee | সংসদে অভিষেকের এই বক্তব্য শুনেছেন? চর্চা চলছে সব জায়গায়
00:00
Video thumbnail
Amit Shah | এই সাংসদ কী এমন বললেন? অমিত শাহ তেতে গেলেন
11:32:36
Video thumbnail
Abhishek Banerjee | সংসদে অভিষেকের এই বক্তব্য শুনেছেন? চর্চা চলছে সব জায়গায়
11:36:11
Video thumbnail
বাংলা বলছে | 'নীতি-বৈঠকে' বাংলা ভাগ নিয়ে সোচ্চার মমতা, সাংসদদের বৈঠকে বাজেট-অধিবেশনের ক্লাস নেত্রীর
10:28:41
Video thumbnail
Yogi Adityanath | ইউপি বিজেপিতে হইচই! দিল্লি গেলেন যোগী
11:32:41
Video thumbnail
Mamata Banerjee | কংগ্রেস আগে বললে ভালো হত! কেন এই কথা মমতার মুখে?
11:31:41
Video thumbnail
Narod Narod (নারদ নারদ) | জামালের বাড়িতে গোপন ট্যাঙ্কের হদিশ, উদ্ধার একাধিক নথি
11:05:51
Video thumbnail
BJP West Bengal | রাজ্যে গ্রেফতার বিজেপি নেতা, হুলস্থুল কাণ্ড
10:38:40
Video thumbnail
Suvendu Adhikari | পথে নেমে বিরাট হুঁশিয়ারি শুভেন্দুর! শুনুন কী বললেন
01:02:56