Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsভারতীয় কুস্তি সংস্থার নব নির্বাচিত কমিটি সাসপেন্ড করল ক্রীড়া মন্ত্রক

ভারতীয় কুস্তি সংস্থার নব নির্বাচিত কমিটি সাসপেন্ড করল ক্রীড়া মন্ত্রক

Follow Us :

নয়াদিল্লি: জনমতের চাপে ভারতীয় কুস্তি সংস্থার (Wrestling Federation of India) নব নির্বাচিত কমিটিকে সাসপেন্ড (Suspend) করল কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য যে নবনির্বাচিত সংস্থাটি প্রাক্তন পদাধিকারীদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করা হচ্ছিল। এই নির্বাচিত পদাধিকারীদের নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন কুস্তিগীরদের একাংশ। ক্রীড়া মন্ত্রক (Sports Ministry) রবিবার ভারতের কুস্তি সংস্থাকে সাসপেন্ড করেছে। যে ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী সঞ্জয় সিং-এর নেতৃত্বে নতুন কমিটি প্রতিষ্ঠিত আইনি ও পদ্ধতিগত নিয়মগুলি মানেননি বলে অভিযোগ তোলা হয়েছে। গত বৃহস্পতিবারই সঞ্জয় সিং এর নেতৃত্বে কমিটির নিয়ন্ত্রণ গ্রহণ করে।

বৃহস্পতিবার দায়িত্ব পাওয়ার পরে জাতীয় অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ২০ স্তরের প্রতিযোগিতার কথা ঘোষণা করেন সঞ্জয় সিং। এই মাসের শেষেই উত্তরপ্রদেশের গোন্ডাতে সেই প্রতিযোগিতা হওয়ার কথা। ক্রীড়া মন্ত্রক মনে করছে, কোনওরকম পরিকল্পনা ছাড়াই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, য়ুব বা সিনিয়র স্তরের প্রতিযোগিতা আয়োজনের আগে এগজিকিউটিভ কমিটির বৈঠক হয়। তারপরেই প্রতিযোগিতার তালিকা প্রকাশ করা হয়। এক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি।

আরও পড়ুন: রক্ষণ ধ্বংসস্তূপ, মোহনবাগানের লজ্জার হার

উল্লেখ্য, কুস্তি সংস্থায় নির্বাচিত সঞ্জয় সিং প্রাক্তন সভাপতি যৌন হেনস্তায় অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। যার প্রতিবাদে বজরং পুনিয়া পদ্মশ্রী ফেরানোর সিদ্ধান্ত নেন। কুস্তি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন সাক্ষী মালিক। এর আগে এবছর জানুয়ারি থেকে ব্রিজভূষণের বিরুদ্ধে ধরনায় বসেন কুস্তিগীরদের একাংশ।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular