Placeholder canvas

Placeholder canvas
HomeScrollপ্রয়াত সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফতিমা বিবি

প্রয়াত সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফতিমা বিবি

তিনি একসময় তামিলনাড়ুর রাজ্যপালও হয়েছিলেন

Follow Us :

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রথম মহিলা বিচারপতি হিসেবে বিচারপতি ফতিমা বিবি (Justice Fathima Beevi) দেশের মহিলাদের কাছে একজন আইকন ছিলেন। অনেকেই তাঁকে দেখে আইনের জগতে কাজ করার অনুপ্রেরণা পেয়েছিলেন। পরে তিনি একসময় তামিলনাড়ুর রাজ্যপালও হয়েছিলেন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার কেরলের (Kerala) কোল্লামে একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ (Died) করেন। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। কেরলের পান্ডালামের বাসিন্দা ছিলেন বিচারপতি ফতিমা বিবি।

আরও পড়ুন: ধর্ষিতার পরিচয় ফাঁসে অভিযুক্ত রাহুল গান্ধী

তিনি ১৯২৭ সালে জন্মেছিলেন। পথনমথিট্টার ক্যাথলিকেট হাইস্কুল থেকে পড়াশোনার পর ত্রিবান্দ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক হন। ১৯৫০ সালে বার কাউন্সিলের পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। বার কাউন্সিলের প্রথম স্বর্ণপদকপ্রাপ্ত মহিলা ছিলেন এই বিচারপতি।  কেরলেই আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৮৩ সালে হাইকোর্টের বিচারপতি হন। ১৯৮৯ সালে তৈরি করেছিলেন ইতিহাস। নিয়োগ পেয়েছিলেন সুপ্রিম কোর্টে। ১৯৯২ সালে তিনি সেখান থেকে অবসর নেন।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular