HomeIPL 2024ভিন্টেজ রাসেল-নারিন ইজ ব্যাক!
IPL 2024

ভিন্টেজ রাসেল-নারিন ইজ ব্যাক!

রাসেলের স্ট্রাইক রেট ছিল ২৫৬

Follow Us :

কলকাতা: এ যেন অনেকটা শাপমোচনের মতো। গৌতম গম্ভীর (Goutam Gambhir) কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) মেন্টর হিসেবে ফিরতেই কেমন যেন অন দ্য ট্র্যাক। হ্যাঁ, যেন শাপমোচন। ট্রফি আসবে কি না সেটা সময় বলবে। তবে, রাসেল (Andre Russell) আর নারিন (sunil narine) যে তাঁদের ভিন্টেজ রূপে ধরা দিয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

গৌতম মেন্টর হিসেবে ফিরতেই নারিনকে নামালেন ওপেন করতে। রান আউট না হলে নারিনের ব্যাট কথা বলত কি না জানা নেই। তবে বল হাতে সেই ভিন্টেজ নারিনকেই দেখল ইডেন। ৪ ওভার বল করে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট। রিভিউ নিলে আরও একটা উইকেট আসত। কার্যত নারিনকে নিয়ে স্বস্তি নি:শ্বাস ফেলবে কেকেআর ম্যানেজমেন্ট।

দ্বিতীয় জন দ্রে রাস। ঠিক এই ধ্বংসাত্মক রাসেলকেই তো দেখতে চেয়েছিল কলকাতা। গম্ভীর আসায় যেন সেই রাসেল তাণ্ডব ফিরে এলো। শুধু তাই নয়, অলরাউন্ডার রাসেলকেও দেখল ইডেন। ব্যাট হাতে রাসেলের পরিসংখ্যানটা একবার

আরও পড়ুন: আইপিএলের ময়দানে ভুল সংশোধনী ম্যাচ কেকেআরের অধিনায়কের!

দেখে নেওয়া যাক-
২৫ বলে নটআউট ৬৪ রান, ৩টে চার ও ৭টা ছয়। স্ট্রাইকরেট ২৫৬। আবার বলতে হাতে উইকেট।

কি তাহলে ভিন্টেজ রাসেল আর নারিন ফিরল তো? ভাবছেন একটা ম্যাচ দেখে বিচার করা উচিত নয়! হয়তো ঠিক, তবে বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অন্য কথা বলছে

অন্য খবর দেখুন 

https://youtu.be/NPJeABbe7t4?si=KVy_U_lD7riqXJMz

RELATED ARTICLES

Most Popular